Honda Activa ইলেকট্রিকের দশটিরও বেশি মডেল লঞ্চ হবে, কত দাম হবে জেনে নিন
ভারতের বাজারের দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই এই নতুন ইলেকট্রিক স্কুটার প্রোজেক্টের উপরে কাজ শুরু করেছে হণ্ডা
ভারতের বিদ্যুৎ চালিত স্কুটি বাইক গাড়ি ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করেছে এবং হয়ে উঠেছে ভারতের অটোমোবাইল মার্কেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মুহূর্তে পেট্রোলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ইলেকট্রিক যানবাহনের দিকে সকলেই পা বাড়াতে শুরু করেছেন। এই সময় ভারতের নামিদামি প্রত্যেকটি অটোমোবাইল কোম্পানি তাদের নতুন নতুন ইলেকট্রিক স্কুটি এবং বাইক নিয়ে সামনে আসছেন। তার মধ্যে এবারে জনপ্রিয় হয়ে উঠল হোন্ডা কোম্পানির একটি বাইক। আপনাদের জানিয়ে রাখি ২০২৫ সাল পর্যন্ত হণ্ডা কোম্পানি দশের বেশি ইলেকট্রিক চালিত স্কুটি মার্কেটে নিয়ে আসার পরিকল্পনা করছে। এশিয়া জাপান এবং ইউরোপের মার্কেটে এই সমস্ত স্কুটিগুলি লঞ্চ করা হবে। তার প্রস্তুতি স্বরূপ ইতি মধ্যেই এই প্রজেক্ট এর উপরে কাজ করতে শুরু করেছে হন্ডা।
হোন্ডা কোম্পানির পোর্টফোলিওর প্রথম ইলেকট্রিক স্কুটি হতে চলেছে হন্ডা অ্যাক্টিভা। ২০২৪ এবং ২০২৫ এর মধ্যে এই ইলেকট্রিক স্কুটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। হোন্ডা যেহেতু এখন ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টের উপরে নজর দিতে শুরু করেছে, তাই ভারতের জন্য স্পেশালি এই নতুন স্কুটি ডিজাইন করেছে হন্ডা। ভারতের মার্কেটে নিজের স্থান পাকা করার সমূহ প্রচেষ্টা চালাচ্ছে তারা। মিডিয়া রিপোর্টের দাবি, হোন্ডা কোম্পানিটি সবার আগে নিজের সবথেকে জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভার ইলেকট্রিক মডেল মার্কেটে নিয়ে আসার পরিকল্পনা শুরু করেছে। রাষ্ট্রীয় বাজারের জন্য এই কোম্পানিটি কিছু নতুন মডেল পেশ করতে চলেছে।
শুধুমাত্র হন্ডা অ্যাক্টিভা নয়, এছাড়াও আরো পাঁচটি ইলেকট্রিক স্কুটার তারা খুব শীঘ্রই লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। চীন জাপান এবং ইউরোপের কিছু কিছু জায়গায় এই পাঁচটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে হন্ডা। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, এবং জাপানে আরো চারটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে হোন্ডা। এছাড়াও বাচ্চাদের জন্য কিছু নতুন পরিকল্পনা আছে হণ্ডা কোম্পানির। তারা বাচ্চাদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন ডার্ট বাইক। এই বাইকটি বাচ্চাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হবে বলে আশা করেছে হন্ডা।