Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bullet Shotgun 650-এর বাজার ধ্বংস করতে প্রস্তুত Honda CB350 RS, আজই বুকিং করুন

Updated :  Thursday, October 12, 2023 2:55 PM

সারা ভারতবর্ষ ধরে এখন চলছে উৎসবের মরশুম। আর এই আর এই সুযোগে একের পর এক গাড়ি নির্মাণ সংস্থা নিজেদের লেটেস্ট বাইক লঞ্চ করেছে। মূলত, উৎসবের মরশুমে গাড়ির চাহিদা তীব্র হয়ে ওঠার কারণে বেশিরভাগ কোম্পানি নিজেদের অত্যাধুনিক বাইক লঞ্চ করে থাকে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে নিজেদের বুলেট শটগান 650 চালু করেছে। তবে রয়্যাল এনফিল্ডের রাজত্ব ধ্বংস করতে এবার শক্তিশালী বাইক লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে Honda।

উল্লেখ্য, ভারতের বাজারে রয়্যাল এনফিল্ডের বুলেট শটগান 650 বাইকের বাজার ধ্বংস করতে এবার CB350 RS লঞ্চ করেছে Honda। বর্তমানে আপনি চাইলে বাইকটি অনলাইনে বুকিং করতে পারবেন। আমরা আপনাকে বলি যে, Honda CB350 RS লঞ্চ হওয়ার পর থেকে ঝড়ের গতিতে বুকিং হচ্ছে। মূলত, এর অত্যাধুনিক ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাসের কারণে গ্রাহকদের কাছে বিশেষ ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই গাড়ির ফার্স্ট লুক দেখার পর এটি নিয়ে গ্রাহকরা এতোটা পাগল হয়ে উঠেছে যে, বাধ্য কোম্পানিটিকে এটির বুকিং বন্ধ করতে হয়েছে। চলুন আজকের নিবন্ধে দুর্দান্ত এই বাইকের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক-

নিবন্ধের শুরুতে যদি গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি তবে জানলে অবাক হবেন যে, এতে 350 cc BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 5500-এর RPM-এ সর্বাধিক 20 BHP শক্তি এবং 3000-এর RPM-এ সর্বাধিক 30 NM টর্ক উৎপন্ন করতে সক্ষম৷ এছাড়া এই শক্তিশালী ইঞ্জিন
টি 5টি ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গাড়ির ওজন প্রায় 180 কেজি। পাশাপাশি যদি গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্টের কথা বলি, তবে এতে সাইড টার্ন ইন্ডিকেটর, ফুয়েল গেজ, ব্লুটুথ কানেক্টিভিটির মত ফির্চাস প্রদান করেছেHonda। এছাড়াও কোম্পানি এটিতে Honda স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম (HSVCS) প্রদান করেছে। যা বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে গ্রাহকদের কাছে।