বিগত কয়েক বছরে ভারতীয় অটোমোবাইল সেক্টরে প্রভূত উন্নতি করেছে ইলেক্ট্রিক সেগমেন্ট। বাইক থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটার, চার চাকা থেকে শুরু করে ইলেকট্রিক সাইকেল, সর্বত্রই ইলেকট্রিক সেগমেন্টের উন্নতি দেখা গেছে চোখে পড়ার মতো। বিগত কয়েক বছরে চিরাচরিত পেট্রোল অথবা ডিজেল গাড়ির ইঞ্জিন নির্মাণ ছেড়ে আজকের দিনে বেশিরভাগ গাড়ি নির্মাণ সংস্থা ইলেকট্রিক গাড়ির উৎপাদন শুরু করেছে।
মূলত ভারত সহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে আজকের দিনে বেশিরভাগ মানুষ পছন্দ করছেন ইলেকট্রিক গাড়ি। সাশ্রয়ী এবং সহজলভ্য হওয়ার সুবাদে বিগত দুই বছরে বিশেষভাবে বিক্রি বেড়েছে ইলেকট্রিক গাড়ির। তবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কথা মাথায় রেখে বর্তমানে টাটা-হোন্ডা সহ বেশ কিছু কোম্পানি ইলেকট্রিক সাইকেল নির্মাণে মনোনিবেশ করেছে। অন্যান্য গাড়ির তুলনায় অপেক্ষাকৃত কম দামে ইলেকট্রিক সাইকেল ক্রয় করা সম্ভব বলে বর্তমানে ভারতে ইলেকট্রিক সাইকেলের চাহিদা রয়েছে চোখে পড়ার মতো।
প্রসঙ্গটি মাথায় রেখে নিজেদের সর্বাধুনিক ইলেকট্রিক সাইকেল লঞ্চ করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে জাপানি সংস্থা হোন্ডা। শুধু তাই নয়, নতুন এই ইলেকট্রিক সাইকেলের দুর্দান্ত বৈশিষ্ট্যের পাশাপাশি গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার ঘোষণা করেছে সংস্থাটি। মাত্র ২ হাজার টাকা ডাউন পেমেন্টে চাইলে যে কেউ ক্রয় করতে পারবেন হোন্ডার নতুন ইলেকট্রিক সাইকেল Honda e-MTB। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, হোন্ডার নতুন এই ইলেকট্রিক সাইকেলে কি কি অত্যাধুনিক বৈশিষ্ট্য পেতে চলেছেন গ্রাহকরা-

প্রথমে যদি এই সাইকেলের মাইলেজের কথা বলি, সেক্ষেত্রে এক চার্জে এই সাইকেলটি সর্বোচ্চ ১৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে। যা একবার সম্পূর্ণ চার্জ হতে মাত্র ৩ ঘন্টা সময় নেবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। এছাড়া, অত্যাধুনিক এই ইলেকট্রিক সাইকেলটি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। যদি দামের কথা বলি, তবে অত্যাধুনিক এই ইলেকট্রিক সাইকেলটি ক্রয় করতে মাত্র ১৯,৯৯৯ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। যা গ্রাহকরা চাইলে ২,০০০ টাকা ডাউনপেমেন্ট এবং বাকি টাকা মাসিক কিস্তিতেও পরিশোধ করতে পারবেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside