ভূত পুলিশ ইজ নকিং ইউর ডোর, আবারও আসতে চলেছে হরর কমেডি মুভি

করোনার দাপট যদি কমে যায় তবে খুব শীঘ্র খুলতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহ। এখনও পর্যন্ত বেশীরভাগ সিনেমাগুলি ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করছে, তবে সব কিছু স্বাভাবিক হলে বলিউডের বহু প্রতীক্ষিত মুভি রিলিজ…

Avatar

করোনার দাপট যদি কমে যায় তবে খুব শীঘ্র খুলতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহ। এখনও পর্যন্ত বেশীরভাগ সিনেমাগুলি ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করছে, তবে সব কিছু স্বাভাবিক হলে বলিউডের বহু প্রতীক্ষিত মুভি রিলিজ করতে পারে।

আনলক ৪ চালু হয়ে গেছে। ইতিমধ্যে বহু সেলিব্রেটি করোনার জের কাটিয়ে বেড়িয়ে পড়েছেন। আপনিও বেড়িয়ে পড়তে পারেন, তবে তার আগে আপনার বাড়িতে কাউকে ইনভাইট করতে চান? না না যারা আসবেন তাঁরা সমস্ত সতর্কতা মেনেই আসবেন। এরা আসলে হয় আপনি ভয় পাবেন আবার হাসতেও পারেন। আজ্ঞে হ্যাঁ, ‘ভূত পুলিশ’ Bhoot Police রিলিজ হতে চলেছে ২০২১ এ। আপনি হয়তো এর আগে কমেডি হরর ফিল্ম দেখেছেন। লাস্ট কোন সিনেমা দেখেছেন? নিশ্চয় ‘স্ত্রী’ Stree? সেইরকম ‘ভূত পুলিশ’ হল একটি আসন্ন ভারতীয় হিন্দি ভাষার কমেডি হরর ফিল্ম।

ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন পবন কিরপালানি, এবং প্রযোজনা করেছেন ফক্স স্টার স্টুডিওজ। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান, ফাতেমা সানা শেখ ও আলী ফজল। সাইফ আলি খান এবং অর্জুন কাপুর অভিনীত ভূত পুলিশের কাস্টে যোগ দিয়েছেন ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিটি একটি অ্যাডভেঞ্চার কমেডি যা পবন কিরপালানি পরিচালনা তো করবেনই এবং এটি প্রযোজনা করবেন রমেশ তৌরানী এবং অক্ষয় পুরী। এই হরর কমেডি মুভিটি ধর্মশালা, ডালহৌসি এবং পালামপুর জুড়ে শুটিং করা হবে

ইয়ামিকে সর্বশেষ দেখা হয়েছিল আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেডনেকর অভিনীত ‘বালা’তে। অন্যদিকে জ্যাকলিনকে দেখা গিয়েছে সলমন খানের মিউজিক ভিডিও তেরে বিনায়।