Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হট অ্যান্ড বোল্ড লুকে ঋতাভরী, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: বাঙালিদের কাছে এই অভিনেত্রী একটু বেশিই স্পেশাল। কেরিয়ারের শুরু থেকেই পেয়ে এসেছেন অগনিত দর্শকদের আদর ও ভালোবাসা। আপনি যদি লকডাউনের দোলাচলে তিতিবিরক্ত হয়ে ওঠেন তাহলে মনটাকে রিফ্রেশ করে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বাঙালিদের কাছে এই অভিনেত্রী একটু বেশিই স্পেশাল। কেরিয়ারের শুরু থেকেই পেয়ে এসেছেন অগনিত দর্শকদের আদর ও ভালোবাসা। আপনি যদি লকডাউনের দোলাচলে তিতিবিরক্ত হয়ে ওঠেন তাহলে মনটাকে রিফ্রেশ করে নিতে চলুন ঘুরে আসি এই সুন্দরী অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে।

তিনি আর কেউ নন, আমার আপনার সকলের প্রিয় ঋতাভরী চক্রবর্তী। ২০০৯ সালে স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ নামক ধারাবাহিকে তিনি অভিনয়ের জগতে পরিচিতি পান। ধারাবাহিকের সুপারহিট টিআরপি পাওয়ার দরুন আজ লকডাউনেও এটি পুনঃসম্প্রচারিত হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

#stayhome

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

ধারাবাহিকের যাত্রা শেষ করে অভিনেত্রী পা রাখেন সিনেদুনিয়ায়। এখানেও সাফল্য তার নখদর্পণে। বলিউডে অনুষ্কা শর্মার ‘পরী- নট অ্যা ফেয়ারি টেল’ ছবিতে পরমব্রতর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।

টলিউডের ঘরোয়া ইন্ডাস্ট্রিতেও তার রাজত্ব নেহাত কম নয়। শিবু-নন্দিতার প্রযোজনায় সেরেছেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির কাজ। লকডাউন শেষে ছবিটি আবার হলে মুক্তি পাবে।

 

View this post on Instagram

 

?

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

এসবের পাশাপাশি ‘গ্ল্যাম বেঙ্গলি গার্ল’ আয়ুষ্মান খুরানার মতো অভিনেতার সঙ্গে অভিনয় কাজ করেন ‘ওরে মন’ নামক একটি মিউজিক ভিডিওতে।

এরপর ধারাবাহিক ও সিনেমার পাশাপাশি রাজ জমিয়েছেন বিভিন্ন অ্যাডশ্যুটেও। বলিউডের ‘চিকনি চ্যামেলি’ ক্যাটরিনা কাইফের সঙ্গে একই ফ্রেমে করেছেন ফটোশ্যুট একটি জুয়েলারি ব্র্যান্ডের এর জন্য।

এ সবকিছুর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় তিনি, তার বোল্ড অ্যান্ড বিউটিফুল অ্যাটিটিউডের জন্য। বলিষ্ঠ ও সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত ঋতাভরী এভাবেই নানানক্ষেত্রে নিজেকে সমৃদ্ধ করেছেন।

About Author