উন্মুক্ত ক্লিভেজের বিকিনি টপে সুপার হিট দর্শনা বণিক, দেখুন ভিডিও

এই মুহূর্তে কলকাতার প্রথম সারির মডেলদের মধ্যে দর্শনা বণিক অন্যতম। দক্ষিণী ছবি ইয়ারাক্কম আঞ্জেলের ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন দর্শনা। এছাড়া, একের পর এক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন এই বাঙালী মডেল। কমলেশ্বর…

Avatar

এই মুহূর্তে কলকাতার প্রথম সারির মডেলদের মধ্যে দর্শনা বণিক অন্যতম। দক্ষিণী ছবি ইয়ারাক্কম আঞ্জেলের ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন দর্শনা। এছাড়া, একের পর এক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন এই বাঙালী মডেল। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ক্ষত’,‘মুখোমুখি’তে কাজ করেছেন দর্শনা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান, ‘‘আমি তো পিয়ন হতে চাইতাম, কখনও কনডাক্টর কখনও টিচার। মডেল হব ভাবিনি।’’ মডেল হওয়ার পর দর্শনা জানান,”ফিল্মে আগ্রহী। তবে মডেলিংও ছাড়ছি না।”

যারা দর্শনার ভক্ত, তাঁরা আরেকবার দর্শনাকে দেখতে পারবেন ১৪২৭ আনন্দলোক পূজাবার্ষিকীতে। একেবারে, লো নেক বিকিনি টপে পুরো হট অবতারে নিজেকে মেলে ধরেছেন দর্শনা।

হটনেস বম্ব-এর বোল্ড লুক দেখতে গেলে আনন্দলোক পূজাবার্ষিকীতে আপনার চোখ রাখতেই হবে। চলুন দেখে নিই দর্শনা বণিকের নতুন ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Darshana Banik (@darshanabanik) on

কলকাতার জে ডব্লিউ ম্যারিয়টে সম্পূর্ণ শ্যুটিং হয়। ইতিমধ্যেই, দর্শনার স্টানিং লুক প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের নজর কেড়েছেন। নিজের ইন্সটাগ্রামেও তার একের পর এক হট ফটো পোস্ট করেছেন।

প্রতিটি ছবিতেই দর্শনা আলাদা আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন। উন্মুক্ত বক্ষ, খোলা চুলে লাস্যময়ী দর্শনা নজর কেড়েছেন।

এবারে, টলিপাড়া পার করে বলিউডেও পসরা জমাতে চলেছেন দর্শনা। জয় কৃষ্ণন পরিচালিত ‘এজরা’ ছবিতে বলিউডের কিসিং হিরো ইমরান হাশমির বিপরীতে দেখা যাবে দর্শনা বণিককে।