মুক্তি পেয়ে গিয়েছে প্রভাসের পরবর্তী সিনেমা আদি পুরুষের ট্রেলার। রামায়ণের উপরে আঁধারিত এই সিনেমায় অভিনয় করেছেন বাহুবলী অভিনেতা প্রভাস, কৃতি সানন, সানি সিংহ এবং সাইফ আলী খান। এই সিনেমায় পরিচালকের ভূমিকায় রয়েছেন ওম রাউত। এই ছবিটি প্রথম থেকেই বেশ তর্ক বিতর্কের মধ্যে রয়েছে। এই ছবির ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই ভিএফএক্স এর কারণে এই ছবিকে কটাক্ষের মুখে পড়তে হয়। এই ছবিটা কিছু অদ্ভুত ধরনের ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। এরপরে যদিও ভিএফএক্সে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ট্রেলারে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। আগামী ১৬ই জুন তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে আদি পুরুষ। কিন্তু এই সিনেমাটি হতে চলেছে ভারতের এখনো পর্যন্ত সব থেকে বেশি বাজেটে নির্মিত সিনেমা। এই সিনেমার প্রযোজনা করতে গিয়ে প্রযোজকদের রীতিমতো পকেট খালি হয়ে গিয়েছে।
জানা যাচ্ছে এই সিনেমার বাজেট মোটামুটি ৬০০ কোটি টাকা। এতটা দামি সিনেমা খুব একটা বেশি দেখা যায় না ভারতে। এর ফলে, এই সিনেমার পিছনে প্রযোজকদের অনেক টাকা ঢুকে রয়েছে। এই সিনেমার vfx নির্মাণে প্রযোজকরা প্রচুর টাকা লাগিয়েছেন এবং এর ফলে এই সিনেমার বাজেট এতটা বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র প্রভাস এই সিনেমার জন্য ১০০ কোটি টাকা নিয়েছেন। বলতে গেলে এই সিনেমার পুরো টাকার একটা বড় অংশ প্রভাসের কাছে গেছে। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। ফলে এই পুরো সিনেমাটি তার উপরেই নির্ভর করবে।
সিনেমা জগতের ট্রেন্ড এক্সপার্টরা জানাচ্ছেন, আদিপুরুষ কে ব্লকবাস্টার হতে হলে কম করে হলেও এক হাজার কোটি টাকার ব্যবসা করতে হবে। এছাড়াও ডিজিটাল রাইটস এই ছবির ক্ষেত্রে একটা বড় কাজ করবে। সিনেমার ট্রেইলার দেখে মনে হচ্ছে এই ছবি ব্যবসা করতে পারবে। তবে ঠিক কতটা সফল হবে আদি পুরুষ, সেটা তো জানা যাবে সিনেমার রিলিজ হবার পরেই।