Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND Vs SL: ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু! কত দাম এবং কিভাবে সংগ্রহ করবেন? জেনে নিন বিস্তারিত

Updated :  Monday, January 9, 2023 11:13 AM

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর এখন ভারতীয় দলের লক্ষ্য ওডিআই সিরিজ। আগামী ১০ জানুয়ারি থেকে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি সিরিজ না হলেও ওডিআই সিরিজের একটি ম্যাচ মাঠে গড়াবে ইডেন গার্ডেন্সে। আর তাই নিয়ে কলকাতাবাসীর উত্তেজনা এখন তুঙ্গে। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। ইতিমধ্যে ইডেনের ম্যাচকে ঘিরে যাবতীয় পরিকল্পনা করে ফেলা হয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

এদিকে দীর্ঘদিন পর ইডেন গার্ডেন্সে দর্শক প্রবেশের অনুমতি মিলেছে সিএবির পক্ষ থেকে। জানা গেছে, ভারভ-শ্রীলংকা ম্যাচে ১৫ হাজার দর্শকের প্রবেশাধিকার দিতে চলেছে ইডেন গার্ডেন্সে কর্তৃপক্ষ। এই উদ্দেশ্যে ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। গত রবিবার অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি অব্দি অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট বিক্রি করবে ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ। অফলাইনে গেট নম্বর ৪-এ সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টা অবধি টিকিট কেনার সুযোগ পাবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

প্রতিবারের মতো এবারও বিভিন্ন দামের টিকিট বিক্রি করছে সিএবি। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত টিকিট বিক্রি চলবে। এদিকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ইডেন গার্ডেন্সে এবার ম্যাচ চলাকালীন সময়ে ৫-৭ মিনিটের লেজার শো দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা। বিগত কয়েক মাস ধরে এই উদ্দেশ্যে লাইট লাগানোর কাজ চলছে। তিনি আরও জানান, ‘ইডেনের লোয়ার টায়ারে নতুন বসার জায়গা হয়েছে। বাকেট সিট বসানো হয়েছে। প্রেস বক্স নতুন করে তৈরি করা হচ্ছে। এছাড়া মিডিয়া স্টেশনের কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে।’