Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? জেনে নিন মুক্তির সহজ উপায়

By
Updated :  Saturday, May 29, 2021 8:22 AM

বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে আমরা বহু প্রয়োজনীয় কাজ করে থাকি। স্মার্টফোন ছাড়া একটু সময়ও আমরা থাকতে পারিনা। কিন্তু সেই স্মার্টফোনের ব্যাটারি যখন তাড়াতাড়ি শেষ হতে শুরু করে, তখন আসে সমস্যা। প্রধানত ২ বছর হয়ে গেলেই স্মার্টফোনের ব্যাটারি সাধারণের তুলনায় স্বল্প স্থায়ী হয়ে যায়। কিন্তু এর থেকে মুক্তির অন্যতম উপায় কী? খুব সহজ কিছু পরিবর্তন আনলেই কিন্তু বেশিক্ষণ থাকবে আপনার মোবাইল ফোনের ব্যাটারির চার্জ।

হতে পারে, আগের থেকে ২ গুন সময় থাকতে শুরু করল চার্জ। তবে বলে রাখি, এই সমস্ত পরিবর্তন করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে চার্জ থাকছে আগের থেকে অনেক বেশি। আজ এই প্রতিবেদনে আমরা সেই সমস্ত পরিবর্তন সম্পর্কেই আলোচনা করতে শুরু করেছি। চলুন জেনে নেওয়া যাক কী করে আরও বেশি সময় থাকবে ফোনের ব্যাটারির চার্জ-

১। ফোন ডার্ক মোডে রাখুন। বিশেষ করে Facebook Whatsapp এবং Youtube এর মতো অ্যাপগুলিকে ডার্ক মোডে রাখুন।
২। ব্রাইটনেস অটোমেটিক রাখবেন না, সেটা যতটা পারবেন কমিয়ে রাখুন। সেটা নিজে যতটা পারবেন সেট করে রাখুন। প্রয়োজন হলে ব্যবহারের সময় না হয় বাড়িয়ে নেবেন।
৩। LockScreen TimeOut এ যান । সেটিংসে এই বিকল্পটিকে পাবেন, সেখানে ১ মিনিটেরও বেশি সময়সীমা সিন স্ক্রিন বন্ধ হওয়ার জন্য।
৪। কোনও লাইভ ওয়ালপেপার রাখবেন না। লাইভ ওয়ালপেপারের কারণে অনেক বেশি চার্জ শেষ হয়।
৫। ব্যাকগ্রাউন্ডের সমস্ত অ্যাপ বন্ধ রাখুন।

৬। অনেক সময়ে কোনও অ্যাপ ব্যবহারের সময় লোকেশন অন করতে হয়। কিন্তু পরে তা আর বন্ধ করা হয়না। তা মনে করে বন্ধ করুন।
৭। বহুদিন ব্যবহার করেন না এমন অ্যাপ ফোনে রাখবেন না।
৮। ফোনের চার্জ কমে ১০% হলে তখনই চার্জ দিন। বেশি বার চার্জ দিলে খারাপ ফল হতে পারে।
৯। ফুল চার্জ ১০০% হয়ে যাওয়ার পরেও প্লাগ অন রেখে দেন? না একদমই তা করবেন না। সাথে সাথে বন্ধ করুন প্লাগ।