Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অফলাইনে বাড়ি বসে লিঙ্ক করে নিন Aadhaar কার্ড এবং Pan কার্ড, জানুন সহজ উপায়

By
Updated :  Tuesday, June 15, 2021 9:58 PM

প্যানকার্ডের সঙ্গে আধারকার্ড সংযুক্তিকরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত ধার্য করেছে কেন্দ্র। এর পরে লিঙ্ক করাতে গেলে গুনতে হবে ১০০০ টাকা। তাছাড়া ১ জুলাইয়ের পর প্যানকার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলেও শোনা গিয়েছে। অনলাইনে আধার ও প্যানকার্ড লিঙ্ক করাতে www.incometaxindiaefiling.gov.in সাইটে যেতে হয়। তবে বর্তমানে বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে এই কাজ করতে গিয়ে। কিছু ত্রুটি দেখা গিয়েছে সরকারি এই পোর্টালে।  গত মঙ্গলবার আয়কর দফতরের নতুন পোর্টালের সমস্যা নিয়ে টুইট করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এমনিতে এর আগে Pan Card এবং Aadhaar card লিঙ্ক করতে হলে যেতে হত www.incometaxindiaefiling.gov.in পোর্টাল টিতে। টুইট  করে নতুন ই-ফাইলিং পোর্টাল নির্মাণকারী সংস্থা Infosys-কে প্রযুক্তিগত ত্রুটি দ্রুত শুধরে নেওয়ার কথা বলেন তিনি। ৭ জুনের পর আয়কর দফতরের নতুন E-Filing Portal লঞ্চ করার পর থেকে এ পর্যন্ত নানা সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন আয়করদাতারা।

তবে এখন এই সংযুক্ত করার পদ্ধতি হয়েছে আরও সহজ। আর থাকবেনা অনলাইনের সমস্যা। অনলাইনের সমস্ত সমস্যা পেরিয়ে অফলাইনে ও আধার-প্যান সংযুক্তিকরণ সম্ভব। কেবল একটি নম্বরে sms করেই করতে পারবেন এই আবেদন। ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে SMS করে আবেদন জানাতে পারবেন আপনি। এর পর SMS মারফৎ পাওয়া নির্দেশ অনুসরণ করলেই লিঙ্ক হয়ে যাবে PAN কার্ড আর Aadhaar