Indian Railways: হাওড়া থেকে বাঁকুড়া ইন্টারসিটি এক্সপ্রেস চালু! রেলের সুখবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাঁকুড়াবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার আর খড়গপুর ঘুরে নয়, সরাসরি হাওড়া থেকে বাঁকুড়ায় (Howrah-Bankura Train) চালু হচ্ছে ট্রেন পরিষেবা। তাও আবার ইন্টারসিটি এক্সপ্রেস! সম্প্রতি রেলমন্ত্রী…

Avatar

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাঁকুড়াবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার আর খড়গপুর ঘুরে নয়, সরাসরি হাওড়া থেকে বাঁকুড়ায় (Howrah-Bankura Train) চালু হচ্ছে ট্রেন পরিষেবা। তাও আবার ইন্টারসিটি এক্সপ্রেস! সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের অনুরোধে সাড়া দিয়ে এই নতুন রেলপথের অনুমোদন দিয়েছেন।

কীভাবে সুবিধা পাবেন বাঁকুড়াবাসীরা?

আগে হাওড়া থেকে বাঁকুড়া যেতে খড়গপুর হয়ে ঘুরপথে যেতে হতো। তবে মসাগ্রাম হয়ে সরাসরি হাওড়া-বাঁকুড়া রেলপথ চালু হলে মাত্র ১৮৫ কিলোমিটার পাড়ি দিলেই বাঁকুড়ায় পৌঁছানো যাবে। বিশেষ করে পাত্রসায়র, ইন্দাস, সোনামুখীসহ আশেপাশের এলাকার মানুষ এই পরিষেবার বড় সুবিধা পাবেন।

কবে থেকে শুরু হবে ট্রেন পরিষেবা?

রেল সূত্রে জানা গেছে, রেলপথ সম্প্রসারণের কাজ প্রায় শেষের পথে। জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত নতুন রেললাইন ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। পূর্ব রেল জানিয়েছে, আগামী ২৭শে মার্চ পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।

বিষ্ণুপুর-জয়রামবাটি রেল সংযোগ

শুধু হাওড়া-বাঁকুড়া নয়, এবার বিষ্ণুপুর থেকে জয়রামবাটিও রেল সংযোগের আওতায় আসছে। তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের গুরুত্বপূর্ণ অংশ হবে এই নতুন সংযোগ। ফলে হাওড়া থেকে সরাসরি জয়রামবাটি পৌঁছানো যাবে। পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত বিষ্ণুপুর ও মা সারদার জন্মস্থান জয়রামবাটির মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।

এই নতুন রেল পরিষেবা চালু হলে শুধু বাঁকুড়াবাসী নয়, গোটা পশ্চিমবঙ্গই উপকৃত হবে। ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। নতুন এই রেলপথ এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।