সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে উঠেছে ভারতের সাম্প্রতিক সময়ে সবথেকে জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস এর একটি খবর। সোশ্যাল মিডিয়ার একটি খবরের মাধ্যমে কিছুদিন আগে থেকেই জল্পনা বাড়তে শুরু করেছিল হাওড়া থেকে চালু হওয়া এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে। দাবি করা হয়েছিল খুব শীঘ্রই হাওড়া থেকে ছুটতে চলেছে তিনটি বন্দে ভারত ট্রেন।
সোশ্যাল মিডিয়াতে ওই খবরে বলা হয়েছিল, উত্তরবঙ্গে বেড়াতে যাবার জন্য নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছাড়বে বিলাসবহুল এই এক্সপ্রেস ট্রেন। এছাড়াও পুরীর সমুদ্র সৈকত কিংবা ঝাড়খণ্ডের রাঁচিতে যাওয়ার জন্য আপনি এই বিলাস বহুল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারবেন। এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ প্রতিবছর ওড়িশা গিয়ে থাকেন। সে ক্ষেত্রে বিশেষ ট্রেন বলতে শুধুমাত্র শতাব্দী এক্সপ্রেস এর উপরে নির্ভর করতে হয় যাত্রীদের। তবে এবার সেই জায়গা নিতে পারে বন্দে ভারত। সূত্রের খবর হাওড়া-ভুবনেশ্বর রুট ছাড়াও দিল্লি-ভোপাল এবং দিল্লি চন্ডিগড় এর মধ্যে চলা শতাব্দী এক্সপ্রেসগুলিকে বদলে ফেলা হবে এই নতুন এক্সপ্রেস ট্রেনে।
তবে এই খবরটি সত্যি? এই প্রসঙ্গে আজ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ভাইরাল পোস্ট সোশ্যাল মিডিয়ার জল্পনার ফল। এখনো পর্যন্ত হাওড়া থেকে এই ট্রেন চালানোর কোন পরিকল্পনা করা হয়নি। অবশ্য এখনই না হলেও অদূর ভবিষ্যতে যে হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে না সেরকম কোন ব্যাপার নেই। সূত্রের খবর, এই মুহূর্তে সাতাশটি রুটে এই বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কথা ভাবা হয়েছে। এর মধ্যে হাওড়া-রাঁচি এবং হাওড়া-ভুবনেশ্বর রুট রয়েছে।
ইতিমধ্যেই চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ৪৪টি নতুন বন্দে ভারত ট্রেন তৈরি করার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ধরনের আরও ৫৮টি ট্রেন টেন্ডারিং প্রসেসে আছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কয়েকদিন আগেই দেশের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেন দিল্লি থেকে হিমাচল প্রদেশের উনা জেলার অম্ব অন্দরা স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। তাছাড়া এখনো আরো তিনটি রুটে চলছে এই বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে রয়েছে দিল্লি-বারানসি এবং গান্ধীনগর-মুম্বাই।