BB Plus

iPhone Price Drop: সস্তা হয়ে গেল iPhone 15-এর দাম, বিক্রি হচ্ছে কল্পনার চেয়ে অধিক ছাড়ে

Advertisement

স্মার্ট ফোনের ক্ষেত্রে পৃথিবীর অন্যতম বৃহৎ ব্রান্ড তথা আইফোন কেনার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দুর্দান্ত লুক, অবিশ্বাস্য ফির্চাস এবং ব্র্যান্ডিং-এর জন্য এই স্মার্টফোনের চাহিদা রয়েছে পৃথিবী জুড়ে। তবে ইচ্ছা থাকলেও দামের জন্য অনেকেই এই স্মার্টফোন ক্রয় করার সাহস পান না। আমরা আপনাদের বলি, গত ১০ই সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছে iPhone 16। ভারতের বাজারে যার প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার টাকা। দিল্লি এবং মুম্বাইয়ের আইফোনের শোরুম থেকে ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গেছে iPhone 16।

এদিকে ভারতের বাজারে iPhone 16 লঞ্চ হওয়ার পর দাম কমতে শুরু করেছে iPhone 15-এর। এক রকম বলা যেতেই পারে, বর্তমানে ভারতের বাজারে জলের দরে বিক্রি হচ্ছে iPhone 15। আমরা আপনাদের বলে রাখি, ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ভেরিয়েশনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিচ্ছে আইফোন। যদি আপনি এই উৎসবের মরশুমে নিজের স্বপ্ন পূরণ করতে চান, তবে এই ধামাকা অফারটি গ্রহণ করতে পারেন। উৎসব শেষ হওয়ার পূর্বেই আপনিও হয়ে যেতে পারেন iPhone 15-র মালিক।

আমরা আপনাদের বলি, আসন্ন দুর্গাপূজা এবং নব-রাত্রিকে কেন্দ্র করে ভারতের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মার্কেট তথা ফ্লিপকার্ট এবং অ্যামাজন নিজেদের সেল ঘোষণা করেছে। আর এই সেলে বিশেষ ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে iPhone 15। উল্লেখ্য, iPhone 15-এর ১২৮ জিবি ভেরিয়েন্ট বর্তমানে Amazon-এ ৭৯,৬০০ টাকায় তালিকাভুক্ত করা হলেও বর্তমানে এর উপর গ্রাহকদের ১৭% ছাড় দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে, এই অফারের মাধ্যমে আপনি এই প্রিমিয়াম ফোনটি মাত্র ৬৫,৯০০ টাকায় কিনতে পারবেন। তাছাড়া, ২৫৬ জিবির জন্য মাত্র ৭৫,৯০০ এবং ৫৫৬ জিবির জন্য মাত্র ১,০৯০০০ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। তাছাড়া প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে ১৮ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন গ্রাহকরা।

Related Articles

Back to top button