কেন্দ্র সরকারের পর রাজ্য সরকারও রান্নার গ্যাসের ওপর দিচ্ছে ভর্তুকি, ৪২৮ টাকা দিয়ে ঘরে আনুন সিলিন্ডার

আপনি যদি গ্যাস সিলিন্ডার গ্রাহক হন তবে এই খবরটি আপনার জন্য খুব বিশেষ হতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডারের দাম…

Avatar

আপনি যদি গ্যাস সিলিন্ডার গ্রাহক হন তবে এই খবরটি আপনার জন্য খুব বিশেষ হতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছে। যার পরেই গোয়া সরকারও বড় ঘোষণা করেছে। রাজ্য সরকারের এই বড় ঘোষণার পর সিলিন্ডার গ্রাহকরা ৪২৮ টাকায় সিলিন্ডার পাবেন।

প্রসঙ্গত, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শিরপদ ওয়াই নায়েক এলপিজি গ্রাহকদের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছেন। অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় কার্ডধারীদের ২৭৫ টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার। গোয়া সরকার অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীদের প্রতি মাসে ২৭৫ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই সঙ্গে থাকছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০০ টাকা দাম কমানোর সুবিধা। সব মিলিয়ে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীরা আগের থেকে ৪৭৫ টাকা কম দামে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন।

Gas Cylinder price

উল্লেখ্য, ১১ হাজার টাকারও বেশি মানুষের কাছে অন্ত্যোদয় কার্ডধারী রয়েছে। এই পরিস্থিতিতে কার্ডধারীরা উজ্জ্বলা যোজনার আওতায় ২০০ টাকা এবং গোয়া সরকারের অধীনে ২৭৫ টাকা ভর্তুকি পাবেন। সেই অনুযায়ী কার্ডধারীরা রান্নার গ্যাসের ওপর সব মিলিয়ে ৪৭৫ টাকা ভর্তুকি পেতে চলেছেন। যার ফলে সমাজের বহু মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন এবার।

ভর্তুকি ছাড়া বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯০৩ টাকা। অন্যদিকে দক্ষিণ গোয়ায় সিলিন্ডারের দাম প্রায় ৯১৭ টাকা। সুতরাং, আপনি যদি ৯০৩ টাকার সিলিন্ডার সাধারণত কিনে থাকেন তাহলে উজ্জ্বলা স্কিম থেকে ২০০ টাকা এবং সরকার থেকে ২৭৫ টাকা ভর্তুকি দেওয়ার পরে সিলিন্ডারের দাম কমে হবে ৪২৮ টাকা।