Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের

কালনায় মুখ্যমন্ত্রীর জনসভায় দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবীর (Humayun kabir)

Advertisement

এতদিন ধরে সারাদিন খবরের শিরোনামে থাকতো যে কোন তৃণমূল নেতা দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে বিজেপিতে যোগদান করেছে। তবে সম্প্রতি কিছুদিনের ট্রেন্ড পরিবর্তন হচ্ছে। এখন আবার শোনা যাচ্ছে তৃণমূল শিবিরে যোগদান করছে বিশেষ বিশেষ ব্যক্তিরা। কিছুদিন আগে টলিপাড়ার তারাদের ভিড় নেমেছিল তৃণমূল ভবনে। এবার আজ অর্থাৎ মঙ্গলবার তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ূন কবীর (Humayun kabir)। আসলে চলতি মাসের ১ তারিখে তিনি তার পুলিশ কমিশনার পদ থেকে পদত্যাগ করেন। তখন থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছিল যে সে তার স্ত্রী অনিন্দিতা দাস কবীরের মত কি তৃণমূলে যোগদান করবেন? আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে হুমায়ুন কবীর তৃণমূলে যোগদান করলেন।

আজ অর্থাৎ মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভা হবে বর্ধমানের কালনাতে। সেই জনসভাতেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন আইপিএস হুমায়ূন কবীর। দলীয় সূত্রে জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট প্রার্থী হিসাবে লড়তে পারেন এই প্রাক্তন আইপিএস। আজ মমতার আগেই তৃণমূলে যোগদান করে বক্তব্য রাখেন। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুখে দুঃখে, বন্যায়, আম্ফান ঝড়ের সময় বিভিন্ন প্রকল্প নিয়ে যেভাবে ঝাপিয়ে পড়ে তা নিজে চোখে আমি দেখেছি। তার সাথে কাজ করা অত্যন্ত সুখদায়ক তা না বলে থাকা যায় না। তার অনুপ্রেরণায় আমি আজ অভিভূত।”

অন্যদিকে তৃণমূলে যোগদান করেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন হুমায়ূন কবীর। তিনি বিজেপিকে তুলোধোনা করে বলেছেন, “একটা বাইরের দেশে পশ্চিমবঙ্গের সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বিজেপি বঙ্গবাসীর মধ্যে বিভেদ করে নিজেদের ক্ষমতা দখল করতে। তবে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক ওদের উত্তর দেবে। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

Related Articles

Back to top button