দলের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই। এবারে এই মন্তব্য করে নিজের অবস্থানের কথা সাফ জানিয়ে দিলেন রাজিব ব্যানার্জি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তাকে দেখা যায়নি। তারপরে নতুন করে সমীকরণ তৈরি করা শুরু করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার অনুপস্থিতির পরে ছড়িয়েছিল জল্পনা। যদিও বিধানসভা অনুষ্ঠানে দিন যোগ দিয়েছিলেন রাজিব ব্যানার্জি।
যদিও রাজিব এদিন দলীয় কর্মসূচি এড়িয়ে গিয়েছিলেন। রাজিব ব্যানার্জি এদিন বঙ্গজননী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তারপর গতকাল মন্ত্রিসভার বৈঠকে থেকে দেখা যায়নি। তারপরেই রাজনৈতিক বিশ্লেষকরা নতুন করে সমীকরণ গঠন করা শুরু করেন, তাহলে কি শুভেন্দু অধিকারীর পথে হাঁটতে চলেছেন রাজিব ব্যানার্জি? সেই নিয়ে বারবার প্রশ্ন ওঠে। যদিও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, এই নিয়ে জল্পনার কিছু নেই।
অবশেষে এদিন বিধানসভায় এসে মুখ খুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজিব এদিন বললেন,”দলের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই। পারিবারিক কারণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে আমি যেতে পারিনি। সেটা যেখানে জানানোর আমি জানিয়ে দিয়েছি। আমাকে নিয়ে কোন জল্পনা, কল্পনা করতে হবে না আপনাদের।”
প্রসঙ্গত, কিছুদিন আগে দলের বিরুদ্ধে বেসুরো হয়েছেন রাজিব ব্যানার্জি। নিজের দলের উদ্দেশ্যে তিনি তোপ দেগে বলেছেন,”যখন কাজ করার চেষ্টা করেছি, আমাকে পিছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে। যে মুখগুলোকে মানুষ দেখতে চায় না, দুর্নীতিগ্রস্ত এবং স্বচ্ছতার সাথে কাজ করে না যারা, এবং যারা স্তাবক তাদের সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। এটা স্তাবকতার যুগ এবং হ্যা তে যদি হ্যাঁ না মেলাতে পারো তাহলে তুমি ব্ল্যাক লিস্টেড। আমি এই স্তাবকতা তে বিশ্বাস করিনা। এই কারণে আমি দলের জন্য খারাপ মানুষ।” যদিও তারপরে তৃণমূলের তরফ থেকে তড়িঘড়ি তার মানভঞ্জন পালা শুরু হয়।