WTC Final 2023: ‘ভারতের পরাজয়ে আনন্দে আত্মহারা পাকিস্তান!’ পাক্ সমর্থকদের এক হাতে নিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান
যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর আগে ভারতের পারফরম্যান্স সম্পর্কে বলি, তবে ৬টি সিরিজে ১৮টি ম্যাচের মধ্যে ১০টি টেস্টে জয় তুলে নেয় ভারতীয় দল।
এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শিরোপা জয় না করেই বাড়ি ফিরতে হল টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শক্তিশালী নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় স্বীকার করে রোহিত শর্মারা। অর্থাৎ টানা দ্বিতীয়বারের জন্য ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেও শিরোপা জয়ের স্বপ্ন অধরা রয়ে যায় ভারতের জন্য।
এদিকে টেস্ট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দল পরাজিত হতেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সমর্থকরা। ভারতের পরাজয়ে একের পর এক তির্যক পূর্ণ টুইট করছেন তারা। এক কথায়, ভারতের পরাজয়ে তাদের আনন্দ এখন বাঁধনছাড়া।
যদিও এমনটা নয় যে, পাকিস্তানের সমর্থকদের ফাঁকা রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের একটি টুইটের উত্তরে ভারতের সমালোচনা করতে থাকেন পাকিস্তানের সমর্থকরা। বিষয়টি সহ্য করতে না পেরে ইরফান পাঠান তাদের যোগ্য জবাব দিয়েছেন ওই টুইটে। তিনি লেখেন,’হঠাৎ করে সমস্ত পড়শীরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমার টাইমলাইনে প্রবেশ করছেন, কারণ ভারত ডব্লিউটিসি ফাইনালে হেরেছে। ওঁদের সম্পর্কে আমার ধারণা এক্কেবারে সঠিক ছিল।’
Suddenly all the padosi’s are entering my time line with happiness cos team India lost the WTC FINAL. I was so right abt them… #grace
— Irfan Pathan (@IrfanPathan) June 11, 2023
যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর আগে ভারতের পারফরম্যান্স সম্পর্কে বলি, তবে ৬টি সিরিজে ১৮টি ম্যাচের মধ্যে ১০টি টেস্টে জয় তুলে নেয় ভারতীয় দল। পাশাপাশি ৩টি টেস্ট ড্র এবং ৫টি টেস্টে পরাজিত হয় বিরাট কোহলিরা। ৫৮.৮০ গড়ে ১২৭ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের টিকিট অর্জন করে টিম ইন্ডিয়া। অন্যদিকে, যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পাকিস্তানের পারফরমেন্সের কথা বলি, তবে ৬টি সিরিজের ১৪টি টেস্টের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয়ের মুখ দেখে পাকিস্তান। ৬টি ম্যাচে পরাজিত হওয়ার পাশাপাশি ৪টি টেস্ট ম্যাচে ড্র করেন বাবর আজমরা।