Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“মানুষের জন্য কাজ করতে চাই, মন্ত্রী হয়ে জন্মাইনি, মরবো ও না”, বক্তব্য রাজীবের 

Updated :  Saturday, January 30, 2021 5:39 PM

দিল্লিতে অমিত শাহের (Amit Shah) কাছে বাংলার উন্নয়ন চাইবেন তিনি। দমদম বিমানবন্দরে বিমানে ওঠার আগে সাংবাদিকদের এমন টাই জানালেন সদ্য তৃণমূল ত্যাগী প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তার বক্তব্য,”কেন্দ্রকে বাদ দিয়ে রাজ্যের সার্বিক উন্নতি হয় না।”

এই দিন রাজীব বলেন,”আমি আগেই উপলব্ধি করেছি, আজকে বলছি। কেন্দ্রকে বাদ দিয়ে বাংলার সার্বিক উন্নতি হয় না। আমার চিন্তা যুব ভাই-বোনদের কর্ম সংস্থান, রাজ্যের মানুষের উন্নয়ন, খেটে খাঁওয়া মেহেনতি মানুষের জন্য কিছু করা, সার্বিক ভাবে সবার কল্যাণ সেটা কেন্দ্র, রাজ্যের যৌথ উদ্যোগে করা সম্ভব। আমি ওনার কাছে গিয়ে রাজ্যের কিছু দাবি দাওয়া জানাতে চলেছি। উনি আপার সাথে সহমত পোষণ করলে আমি ভেবে দেখব দলে যোগ দেব কি না।”

বাংলা নেতির রাজনীতির অবসান চান বলে দাবি করে প্রাক্তন বনমন্ত্রী বলেন,”এই কাদা ছোড়াছুড়ির নয়। বাংলার মানুষ এই সব পচন্দ করেনা মানুষ দেখতে চায় তার রোটি, কাপড়া অউর মাকন আছে কি না মানুষ দেখতে চায় তার মাথার ছাদ আছে কি না। বাসস্থান আছে কি না, নাগতিক পরিষেবা আছে কি না। বেকার যুবক কর্ম সংস্থান আছে কি না এই সব নিয়ে আলোচনা করবো।”

সঙ্গে তিনি জানান, পদ নিয়ে ভাবেন না তিনি। তার বক্তব্য, “আজ যদি যোগদান করি আগামিকাল থেকে আমি মানুষের স্বার্থে রাস্তায় নামবো। আমি বিধায়ক বা মন্ত্রী হয়ে জন্মাইনি, বিধায়ক বা মন্ত্রী হয়ে মরবো না। মানুষের স্বার্থে কাজ করতে চাই। সেই সুযোগ মিলবে বলে মনে হয়”।

রাজীব আরও জানিয়েছেন, তার সাথে শনিবার বিকেলে চার্টার্ড বিমানে দিল্লী যাচ্ছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সাথে থাকছেন রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া, পার্থসারথি চট্টোপাধ্যায়, প্রবীর ঘোষাল ও রুদ্রনীল ঘোষ।