Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘IPL-এ কাজ করি যাতে ৫ হাজার গরিব মানুষদের খাওয়াতে পারি’, নিন্দুকদের ধুয়ে দিলেন গৌতম গম্ভীর

Updated :  Sunday, June 5, 2022 10:32 AM

বিজেপি সাংসদ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর রীতিমতো যোগ্য জবাব দিলেন নিন্দুকদের। বিভিন্ন রাজনৈতিক প্রভাব থেকে বারবার একই প্রশ্নে জর্জরিত করা হচ্ছিল তাকে। তিনি সাংসদ হয়ে, সেই দায়িত্ব কি ঠিক করে পালন করছেন? কখনও ধারাভাষ্য দিচ্ছেন তো কখনও আবার আইপিএল দলের মেন্টর হয়ে কাজ করছেন। সাংসদ হয়েছেন, সেই কাজ করেন কখনও? এই নিয়ে গম্ভীরকে প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছিল। এবার সসম্ভ্রমে নিন্দুকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার।

এদিন নিন্দুকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আইপিএলে কাজ করি ধারাভাষ্য দেই নিজের ব্যক্তিগত প্রয়োজনে নয়, এগুলো থেকে যে উপার্জন আসে তা থেকে ৫ হাজার মানুষের পেটে খাদ্য জোটে। ১ টাকার বিনিময়ে গরিবের রান্নাঘর থেকে দুবেলা-দুমুঠো খেতে পারে। এই বিশাল পরিমাণ খরচা আমি আমার রাজনৈতিক তহবিল থেকে খরচ করি না। আইপিএলে বা ক্রিকেট সম্পর্কিত কোন কাজ করে যে অর্থ উপার্জন করে তা থেকে গরিব মানুষের দুবেলা-দুমুঠো খাবার জোটে। ৫ হাজার মানুষকে খাওয়াতে আমার মাসে ২৫ লক্ষ টাকা খরচ হয়। গোটা বছরে ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

অন্যান্যদের মত আমার বাড়িতে টাকার গাছ নেই যে সেখান থেকে টাকা পেড়ে গরিব মানুষদের সেবা করব। ব্যক্তিগত রাজনৈতিক তহবিলে যে পরিমাণ টাকা থাকে তাদিয়ে সমাজকল্যাণমূলক একাধিক কাজ করে থাকি। তিনি আরও বলেন, দিল্লিতে যে জনতার রান্নাঘর তিনি চালন তার পুরো খরচাটাই আসে তার পকেট থেকে। যদি তিনি কাজ না করে তবে প্রতিদিন এত মানুষের মুখে খাবার তুলে দেবেন কি করে?

আপনাদের জানিয়ে রাখি, দিল্লির সাংসদ গৌতম গম্ভীর বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করেছেন। পৃথিবীর প্রথম ক্রিকেটার হিসেবে তিনি মরণোত্তর দেহ দান করেছেন। তিনি রাজনৈতিক পরিসরে থেকে গরিবদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ক্রিকেটের ধারাভাষ্যকার এবং সম্প্রতি আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টসের মেন্টর হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।