ভারতবর্ষে এমন হাজার হাজার তরুণ-তরুণী রয়েছে, যারা অংক এবং বিজ্ঞান নামক বিষয়টিকে সর্বদা এড়িয়ে চলতে পছন্দ করে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায়, ছাত্র-ছাত্রীরা এই দুটি সাবজেক্টের যেকোনো একটিতে ফেল করেছে কিংবা খুবই কম নম্বর পেয়েছে। তবে এই তালিকায় সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে নিজের নাম লিখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা রান মেশিন বিরাট কোহলি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার দশম শ্রেণীর মার্কশিটের ছবি শেয়ার করেছেন আইএএস অফিসার জিতিন যাদব। ভারতীয় আইএএস অফিসার দ্বারা শেয়ার করা এই ছবিটি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে বিরাট কোহলির ভক্তদের দ্বারা। ছবিটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সংখ্যাই যদি সাফল্যের চাবিকাঠি হত, তাহলে আজ সারা দেশ তাকে অনুসরণ করত না। সাফল্যের জন্য প্রয়োজন আবেগ এবং উৎসর্গ।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ছবিটি কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। পাশাপাশি একাধিক লাইক এবং কমেন্ট অর্জন করে নিয়েছে বিরাট কোহলির দশম শ্রেণীর মার্কশিটের ছবি।
Had marks been the sole factor, the entire nation wouldn't be rallying behind him now.
Passion and Dedication are the key. @imVkohli pic.twitter.com/aAmFxaghGf— Jitin Yadav (@Jitin_IAS) August 9, 2023
বিরাট কোহলির দশম শ্রেণীর যে মার্কশিটের ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে, তিনি গণিতে সর্বনিম্ন ৫১ নম্বর পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে পেয়েছেন মাত্র ৫৫ নম্বর। পাশাপাশি তিনি ইংরেজির মত কঠিন বিষয়ে সর্বোচ্চ নম্বর (৮৩) পেয়েছেন এবং সামাজিক বিজ্ঞানে তিনি ৮১ নম্বর পেয়েছেন। তবে যদি আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির কৃতিত্ব সম্পর্কে আলোকপাত করি, তবে এখনও পর্যন্ত বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬টি সেঞ্চুরি করার বিস্ময়কর রেকর্ড রয়েছে। তাছাড়া বর্তমানে তিনি ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাস্ত রয়েছেন।