মেয়ের পর ছেলের পালা, এবার কী করতে চলেছেন সাইফ পুত্র ইব্রাহিম?

‘কেদারনাথ’ দিয়ে শুরু ‘লাভ আজ কাল’ এ এসে থেমেছেন সাইফ কন্যা সারা আলি খান। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করার পরেই বলিউডে পা রাখেন সারা। এবারে পালা ইব্রাহিমের। কিছু মাস আগে সাইফ পুত্র ইব্রাহিম আলি খানকে ‘Hello’ ম্যাগাজিনের কভারে দেখা যায় দিদি সারার সঙ্গে।

ইতিমধ্যে সাইফ আলি খান একটি সাক্ষাৎকারে ইব্রাহিম প্রসঙ্গে বলেন যে ইব্রাহিমকে দেখতে সুন্দর। ওঁর অবশ্যই বলিউডে আসা উচিত। আমার চেয়েও ও অনেক সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় পুরুষ। তবে ওর বয়স খুব কম। আমি চাই, ও আগে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করুক, তারপর অভিনয় জগতে পা রাখুক।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

সারার জনপ্রিয়তা বেড়ে গেলেও বলিউড ড্রাগ কেসে নাম জড়িয়ে ফেলেন অভিনেত্রী। এখনও পর্যন্ত কোন শ্যুটিং এর কাজ তাঁর হাতে নেই। তবে খুব শীঘ্র বলিউডে পা রাখতে চলেছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খান। পাশাপাশি বড়পর্দায় সইফকে শেষবার দেখা গিয়েছে ‘জওয়ানি জানেমন’ ছবিতে। বর্তমানে সাইফ ‘ভূত পুলিশ’ এবং রানি মুখোপাধ্যায়ের বিপরীতে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতেও অভিনয় করবেন বলে খবর। এছাড়াও ‘আদিপুরুষ’ এও থাকছেন সাইফ আলি খান।