এশিয়া কাপের মেগা আসরের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে প্রত্যেকটি দল। চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপের জমকালো আসর। ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনার মধ্যে দিন কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তবে এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের বড় মন্তব্য প্রকাশ্যে এসেছে। যার পর থেকে সংবাদটি হট কেকের মত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি এশিয়া কাপে ইতিমধ্যে ভারত-পাকিস্তান সংঘর্ষ দেখেছে ক্রিকেটপ্রেমীরা। যদিও সেই সংঘর্ষের কোনরকম ফলাফল পাইনি কোন দেশ। তবে আগামী ১০ই সেপ্টেম্বর দ্বিতীয় বারের জন্য মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে ভারত-পাকিস্তান। এখানেই শেষ নয়, আগামী ১৭ই সেপ্টেম্বর এশিয়া কাপের মেগা ফাইনালে ফের মুখোমুখি হতে পারে চিরশত্রু এই দুই দেশ। আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মেগা আসর। যা চলবে ১৯শে নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচ আগামী ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।
এমন উত্তেজনা পূর্ণ সময়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেট পাড়ায়। এদিন তিনি কোন ভুমিকা না করে আসন্ন বিশ্বকাপে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, আসন্ন বিশ্বকাপে ভারতের পাশাপাশি ভালো পারফরম্যান্স করবে পাকিস্তান। যদিও নিজের দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপর। শুধু তাই নয়, টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত নিজেদের ব্যাটিং লাইন-আপ গুছিয়ে নিতে পারেনি। যা আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জন্য একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তবে অবশ্যই বিশ্বকাপের আসরে বাবর আজমরা থাকবে আমার ফেভারিট। পাশাপাশি বিশ্বকাপ জেতার ঘোর সম্ভাবনা রয়েছে শক্তিশালী ইংল্যান্ডের।