আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে আইসিসি ওডিআই বিশ্বকাপের মেগা আসর। যা চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। আসন্ন এই বিশ্বকাপের মেগা আসরে ইতিমধ্যে ভারতকে অন্যতম ফেভারিট দল হিসেবে বেছে নিতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। অনেকেই মনে করছেন, দীর্ঘ এক যুগ পর রোহিত শর্মার নেতৃত্বে একদিনের বিশ্বকাপ ঘরে তুলবে ব্লু-বাহিনী।
তবে বিশ্বকাপের আগে বিভিন্ন মাধ্যমে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার আলোচনায় এও আলোচনা হচ্ছে, আসন্ন বিশ্বকাপই কি হতে চলেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ?
আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের এপ্রিলে ৩৬ বছর বয়সে পদার্পণ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে, নভেম্বর মাসে ৩৫ বছর বয়সে পদার্পণ করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফলে বয়সের দিক থেকে হোক কিংবা পারফরমেন্সের দিক থেকে, ইতিমধ্যে ২ ক্রিকেটারের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, আসন্ন একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের ভাগ্য নির্ধারণ হতে চলেছে মূলত এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং দক্ষতার উপর ভিত্তি করে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বকাপে যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট থেকে ঝড়ের গতিতে রান আসে, তবে বিশ্বকাপ জয় অনেকটা সহজ হবে টিম ইন্ডিয়ার।
এদিকে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি এদিন বলেন, ‘প্রথমত আমি ওদের পারফরমেন্সে বিশ্বাসী। ওদের বয়স ৩৫ হোক কিংবা ৩৬, ধারাবাহিকতা বজায় থাকলে আরও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। একদিনের বিশ্বকাপ না হলেও বর্তমানে টি-টোয়েন্টি কিংবা টেস্ট বিশ্বকাপের মত আসর রয়েছে ওদের জন্য। ফলে নিশ্চয়ই ওরা বিশ্বকাপ খেলার অনেক সুযোগ পাবে।’