খেলাক্রিকেট

World Cup 2023: বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি পাকিস্তান? গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছালো প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলা প্রসঙ্গে ইতিমধ্যে পাক্ ক্রিকেট বোর্ড একাধিক শর্ত উপস্থাপন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে।

Advertisement

২০২৩ ওডিআই বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা হতেই চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট মহলে। আসন্ন এশিয়া কাপের মেগা আসরে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না একথা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। ফলশ্রুতিতে, ভারতের মাটিতে আয়োজিত হতে চলা একদিনের বিশ্বকাপে পাকিস্তানের উপস্থিতি এক প্রকার অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।

ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলা প্রসঙ্গে ইতিমধ্যে পাক্ ক্রিকেট বোর্ড একাধিক শর্ত উপস্থাপন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে। যদিও পাকিস্তানের সমস্ত আবেদন তুচ্ছ করে বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করেছে আইসিসি। সূত্রের খবর, যদিও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলে জানানো হয়েছে পিসিবির তরফ থেকে।

তবে আদৌ ভারত-পাকিস্তানের ম্যাচ মাটিতে গড়াবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সভার সিদ্ধান্তের ওপর। কারণ সরকারিভাবে অনুমোদন পেলেই তবে ভারত সফরে আসবে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে ভারত সফরের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি পত্র লেখা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, এটি খুবই স্পর্শকাতর বিষয় যে আমরা ভারত সফরে যাব। সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে ভারতের মাটিতে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা। আমরা ইতিমধ্যে পাকিস্তান সরকারের কাছে অনুমতি পত্র পাঠিয়েছি। সমস্ত তথ্য যাচাই-বাছাইয়ের পর যদি পাক্ সরকারের পক্ষ থেকে অনুমতি প্রদান করা হয় তবেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে বাবর আজমরা। উল্লেখ্য, যদি পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপের মেগা আসর খেলতে আসে তবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাক-ভারতের মহাযুদ্ধ।

Related Articles

Back to top button