Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

World Cup 2023: ভারত-পাকিস্তান মহাযুদ্ধ গুজরাটে! দেখে নিন, ২০২৩ বিশ্বকাপে কোহলিদের ম্যাচ সূচি

Updated :  Tuesday, June 27, 2023 2:54 PM

হাতে আর মাত্র কয়েক মাস। আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওডিআই বিশ্বকাপের মহাযুদ্ধ। ইতিমধ্যে প্রত্যেকটি দেশ নিজেদের সেরা একাদশ বেছে নেওয়ার প্রক্রিয়ায় মেতে উঠেছে। দিপাক্ষিক সিরিজের মধ্য দিয়ে প্রত্যেকটি দেশের ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের আগে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাধিক সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর এশিয়া কাপের মেগা আসর শেষ করে বিশ্বকাপে মাঠে নামবে বিরাট কোহলিরা।

এদিকে আসন্ন ওডিআই বিশ্বকাপ উপলক্ষে আজ ম্যাচের সময়সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)। যেখানে পাকিস্তানের দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে ম্যাচের সুচি নির্ধারণ করেছে আইসিসি। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার শর্ত হিসেবে, কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ আয়োজন করার দাবি করেছিল পিসিবি। তবে এদিন বিশ্বকাপের চূড়ান্ত সময় সূচি ঘোষণা করতেই দেখা গেল, ভারত-পাকিস্তান মহাযুদ্ধ অনুষ্ঠিত হবে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
World Cup 2023: ভারত-পাকিস্তান মহাযুদ্ধ গুজরাটে! দেখে নিন, ২০২৩ বিশ্বকাপে কোহলিদের ম্যাচ সূচি

এদিকে আসন্ন বিশ্বকাপের সময় সূচিতে দেখা যাচ্ছে, গ্রুপ পর্যায়ে কলকাতার ইডেন গার্ডেন্সে একটি মাত্র ম্যাচ খেলবে ব্লু-বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ই নভেম্বর সেই ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, আসন্ন বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি-

৮ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)

১১ অক্টোবর- ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)

১৫ অক্টোবর- ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)

১৯ অক্টোবর- ভারত বনাম বাংলাদেশ (পুণে)

২২ অক্টোবর- ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)

২৯ অক্টোবর- ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)

২ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)

৫ নভেম্বর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)

১১ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)