এই সরকারি ব্যাংকটিকে সম্পূর্ণভাবে বিক্রি করতে চাইছে সরকার, আপনার একাউন্ট এই ব্যাংকে নেই তো?
আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে ভারত সরকার
আইডিবিআই ব্যাঙ্ক ভারতের সবথেকে বড় বেসরকারি ব্যাংকগুলির মধ্যে একটি। এই ব্যাংকের প্রধান অংশীদারদের মধ্যে একটি হলো লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সংক্ষেপে এলআইসি। আপনারা সকলেই অবগত, কিছুদিন আগে থেকেই শেয়ারবাজারে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি। মাসকয়েক আগে থেকেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে এলআইসির শেয়ার। তবে, এখনো পর্যন্ত লাভের মুখ না দেখলেও এলআইসি ইন্ডিয়ার শেয়ার নিয়ে আশাবাদী রয়েছে ভারত সরকার। তারপর এই প্রশ্ন থেকে শুরু করেছিল, আইডিবিআই ব্যাংকের শেয়ার বিক্রি নিয়ে।
আগেই বলেছি, এই মুহূর্তে আইডিবিআই ব্যাঙ্কের প্রধান শেয়ার ধারকদের মধ্যে একটি হলো এলআইসি। এই মুহূর্তে আইডিবিআই ব্যাঙ্কের ৪৯.২ শতাংশ শেয়ার রয়েছে এলআইসি কর্পোরেশনের এর হাতে। বাকি শেয়ার রয়েছে সরকার এবং অন্যান্য বিনিয়োগকারীদের হাতে। তাহলে কি এবারে শেয়ার বাজারে আসতে চলেছে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার? এই ব্যাংকে তাদের অংশীদারিত্বের পরিমাণটুকু শেয়ার মার্কেটে নিবেশ করতে চলেছে এলআইসি? এই নিয়েই সরগরম দালাল স্ট্রিট। এই ব্যাপারে কথা বলতে গিয়ে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এম আর কুমার জানিয়েছেন, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে তাদের কাছে তেমন কোন নির্দেশিকা বা ডেড লাইন পাঠানো হয়নি এই শেয়ার বিনিয়োগ নিয়ে।
আপনাদের জানিয়ে রাখি, এই আইডিবিআই ব্যাঙ্ক একটা সময়ে একটা ব্যাপক আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সময় এই ব্যাংকের ৪৯.২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ত্রৈমাসিক ঘোষণার সময় এলআইসি চেয়ারম্যান মিডিয়ার সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, আইডিবিআই ব্যাংকের শেয়ার বিক্রি করার জন্য এখনো পর্যন্ত তাদের কাছে কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। এই মুহূর্তে এলআইসির নিবেশ বিভাগ এই বিষয়টার উপরে কাজ করতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কোনো রকম আগ্রহ পত্রের আবেদন জানানো হয়নি
সরকারি বিভাগ থেকেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব এলআইসির কাছে আসেনি। বীমা কোম্পানি তার প্রাথমিক পাবলিক অফারিং অর্থাৎ আইপিও চালু করার আগে বলেছিল, বীমা চ্যানেলের সুবিধা নেওয়ার জন্য আইডিবিআই ব্যাংকে তার কিছু অংশ ধরে রাখবে এলআইসি। তবে সরকার এখন আইডিবিআই ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসতে চাইছে এবং সরকার চাইছে যেন এই ব্যাংকের সম্পূর্ণরূপে বেসরকারীকরণ করা হয়। তবে বেসরকারিকরণের এই রাস্তায় তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে এলআইসির এই শেয়ার। তাহলে কি এবারে আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে? শোনা যাচ্ছে নাকি আইডিবিআই ব্যাংকের পাশাপাশি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের বেসরকারিকরণের ব্যাপারেও ভাবছে সরকার। কি হবে এই ব্যাংকগুলির ভবিষ্যত?