রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে এরুপ মন্তব্য করলেন ইমরান খান! জল্পনা তুঙ্গে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের জন্য ভূমিকা গ্রহণ করতে বলা হয়েছে।কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই আন্তর্জাতিক স্তরে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছিল পাকিস্তান।কিন্তু কোনো চেষ্টা সফল হয় নি।
ভারতের বিরুদ্ধে কোনো কথা না বলে দেশের ভিতরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে কড়া হুশিয়ারি ইমরান খানকে। কিন্তু এর পরেও পাকিস্থানে সন্ত্রাসবাদী দলের অস্তিত্ব অস্বীকার করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
রাস্ট্রসংঘের সাধারণ সভায় তিনি বলেন, “বর্তমানে আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদী দলের অস্তিত্ব নেই। যা ছিল সব নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাস্ট্রসংঘের পর্যবেক্ষকদের পাকিস্থানে আমন্ত্রণ জানান তিনি। তিনি আরও বলেন, পাকিস্থান যে সৌজন্য দেখিয়েছে মোদীর কাছে তা গুরুত্ব পায়নি।”