Today Trending Newsক্রিকেটখেলা

তৃতীয় ম্যাচে আবহাওয়া, পিচ ও ভারতীয় একাদশ কেমন হতে চলেছে

Advertisement

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে জয়ের সাথে সাথেই সিরিজটিও পকেটে পুরে নিতে চাইবে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরানোর জন্য চেষ্টা করবে।

আবহাওয়া রিপোর্ট অনুযায়ী পুনেতে আজ বিকালে উজ্জ্বল রোদ থাকবে। ম্যাচটি অগ্রসর হওয়ার সাথে সাথে চাঁদের মনোরম জোৎস্না থাকবে। গুয়াহাটিতে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও চূড়ান্ত টি-টোয়েন্টিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও পুনেতে শিশিরের প্রভাবও থাকবে না বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে তাই স্পিনারদের বল আরও ভালভাবে ধরতে সাহায্য করবে।

আরও পড়ুন : শীঘ্রই ক্যারিয়ার শেষ করতে পারেন ধোনি, বড় আপডেট দিলেন রবি শাস্ত্রী

পুনের পিচ পুরোপুরি ব্যাটিং সহায়ক হবে না। বল এত সহজে ব্যাটে আসবে না তাই ব্যাটসম্যানরা প্রথম বল থেকেই বড় শর্ট খেলতে অসুবিধা বোধ করবে। পিচ স্পিনারদের সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। তাই যুজবেন্দ্র চাহালকে দলে অন্তর্ভুক্ত করে ভারত তিন স্পিনারে মাঠে নামতে পারে। এক্ষেত্রে কোন এক পেসার কে মাঠের বাইরে থাকতে হবে। তবে ভারত খুব সহজে উইনিং-কম্বিনেশন ভাঙতে চায়না।

ভারতের সম্ভাব্য একাদশ

শিখর ধাওয়ান, কে এল রাহুল, বিরাট কোহলি‌, শ্রেয়স আইয়ার, রিষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে/যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব।

Related Articles

Back to top button