ট্রেলারেই উঠল বিপত্তি, কোটার নামে নিষেধাজ্ঞা স্বয়ং লোকসভা স্পিকারের

কৌশিক পোল্ল্যে: সদ্যই রিলিজ হয়েছে রানী মুখার্জী অভিনীত হিট ছবি ‘মার্দানি’এর সিক্যুয়েল ‘মার্দানি২’ ছবির ট্রেলার। পুলিশ অফিসার শিবানী শিবাজী রাও এর ভূমিকায় আরও একবার প্রংশসিত হচ্ছে রানীর প্রানবন্ত, ঋজু লুক।…

Avatar

কৌশিক পোল্ল্যে: সদ্যই রিলিজ হয়েছে রানী মুখার্জী অভিনীত হিট ছবি ‘মার্দানি’এর সিক্যুয়েল ‘মার্দানি২’ ছবির ট্রেলার। পুলিশ অফিসার শিবানী শিবাজী রাও এর ভূমিকায় আরও একবার প্রংশসিত হচ্ছে রানীর প্রানবন্ত, ঋজু লুক। এবার যেন অপরাধীদের শাস্তি দিতে আরও দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

ট্রেলারের রিভিউ ভালো হলেও বাধ সাধল অন্য জায়গায়। ট্রেলারে ব্যাবহৃত হয়েছে কোটা শহরের নাম এবং গল্পের প্রেক্ষাপট জুড়ে রয়েছে এই শহর এবং শ্যুটিংয়ের বেশিরভাগটাই হয়েছে এই শহরে।

ছবির সিক্যুয়েন্স অনুযায়ী ট্রেলারে উঠে এসেছে কোটা শহরের এক ভয়ংকর রূপ যেহেতু ছবির একটি ধর্ষনকান্ড ও নির্মম হত্যার প্রেক্ষাপট হিসেবে কোটা শহরটিকে তুলে ধরা হয়েছে। এই ঘটনাতেই বেজায় চটেছেন কোটাবাসীরা।

তাদের বক্তব্য, ধর্ষনের মতো নিকৃষ্ট কৃতকর্মের সঙ্গে কোটা শহরের নাম এতটা সহজেই মুভিতে ব্যাবহার করা অনুচিত, তাই অবিলম্বে পুরো সিনেমা থেকেই এই শহরের নাম মুছে ফেলতে হবে যাতে বাইরের মানুষজনের মনে এই শহরের সম্পর্কে কোনোরকম গুজব বা ভীতির সৃষ্টি না হয়।

শুধু আপত্তি জানিয়েই ক্ষান্ত হননি কোটাবাসী, পুরো বিষয়টাই শহরের সাংসদ ও বর্তমান লোকসভা স্পিকার ওম বিড়লার নজরে এনে অভিযোগও করেছেন তারা।

এবিষয়ে স্পিকার নিজেও একই মতপোষন করে সিনেমায় এই শহরের নাম ব্যাবহারে পরিচালক ও প্রযোজনা সংস্থার কাছে নিষেধাজ্ঞা জারি করেছেন।

তাদের কথা অনুযায়ী, এই শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বাইরে থেকে বহু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসে। মার্দানি২ ছবিটির কিছু ভালো দিক রয়েছে তবে এখানে এই শহরের এক অন্য রূপ দেখানো হয়েছে।যেহেতু ছবির বিষয়টি একটি সত্য ঘটনার ওপর নির্মিত তাই শহরবাসী ও বাইরের মানুষজনের কাছে শহর সম্পর্কে নেতিবাচক মনোভাব যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখা উচিৎ, ফলে নৃশংস এই ঘচনার সঙ্গে নিজেদের শহরের নাম জড়াতে নারাজ কোটাবাসী।