Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মধ্যবিত্তদের মাথায় হাত, পুজোর আগে ফের বাড়লো সোনা-রুপোর দাম

Updated :  Saturday, October 3, 2020 7:03 PM

শনিবার থেকে আবার বাড়তে শুরু করেছে সোনার দাম, গত বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার তুলনায় এদিন দুপুর পর্যন্ত কলকাতায় ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম বেড়েছে ১৮০ টাকা। একইভাবে রুপোর দামও ঊর্ধ্বমুখী। এক দিনের ব্যবধানে প্রতি কিলোগ্রাম রুপোর বারের মূল্য এক ধাক্কায় ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

কিছু দিন আগেও সোনা রুপোর দাম ছিলো অনেক কম। প্রতি ১০ গ্রামে সোনার দাম ৬০৮ টাকা থেকে কমে হয়েছিলো ৫২৪৬৩ টাকা৷ এমনকি দিল্লির সরাফা বাজারে ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছিলো ৬০৮ টাকায়। যেখানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলার প্রতি ১৯৪৩.৮০ আউন্স হয়েছিলো।

দিল্লির সরাফা বাজারে আগে রুপোর দাম কমে হয়েছিলো প্রতি কিলোগ্রামে ১২১৪ টাকা৷ সব মিলিয়ে সোনার দাম আর রুপোর দাম কমায় সাময়িক হাসি ফুটেছিলো আম জনতার কিন্তু পুজোর আগে তার দাম বাড়ায় ফের চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে।