ডু ওর ডাই ম্যাচ, ভারতের ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তনের সম্ভাবনা
ভারতীয় দলের কাছে আজকের ম্যাচটি মরন-বাঁচন। প্রথম ম্যাচে হেরে ০-১ এ পিছিয়ে ভারতীয় দল। তাই এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া তারা। প্রথম ম্যাচে বিরাট কোহলি ৪ নম্বরে নামেন সেইজন্য তার ইনিংসে কোনও গতি ছিল না, মধ্যক্রমের ব্যাটিং চাপে ভেঙে পড়ে। সিমারদের প্রদর্শন সেভাবে হয়নি, স্পিনাররা শিশিরের জন্য ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারেনি। সেইজন্য ওয়ানডেতে ১৫ বছর পর ১০ উইকেটে হেরেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি উল্লেখ করেছিলেন যে কেবল একটি দিনের খারাপ প্রদর্শনের কারণে প্যানিক বোতামটি চাপানোর দরকার নেই। তবে ম্যাচে কয়েকটি পরিবর্তন করারও দরকার আছে।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রাজকোটে দ্বিতীয় ম্যাচে দলে কয়েকটি পরিবর্তন আনতে চলেছেন। বিরাট কোহলি তার নিজের ব্যাটিং পজিশন তিন নম্বরে ফিরতে চলেছেন। প্রথম ম্যাচে ক্যামিন্স এর বলে চোট পাওয়ায় উইকেটরক্ষক রিষভ পন্ত দ্বিতীয় ম্যাচে দলে নেই। তার পরিবর্তে কে এল রাহুল উইকেটরক্ষক এর দায়িত্ব পালন করবেন। রিষভের জায়গায় দলে আসার জন্য তিন ক্রিকেটার দৌড়ে আছেন। মনীশ পান্ডে কেদার যাদব এবং শিবম দুবে।
আরও পড়ুন : দেশের জার্সিতে কী দেখা যাবে ধোনিকে? স্পষ্ট উত্তর দিল বোর্ড
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, মনীশ পান্ডে/কেদার যাদব/শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।