আসন্ন একদিনের বিশ্বকাপ যাত্রার পূর্বে এটাই ভারতের জন্য শেষ প্রস্তুতি মূলক ম্যাচ। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে সিরিজের প্রথম দুটি ম্যাচে কে এল রাহুলের নেতৃত্বে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে ভারতীয় দল। ফলে শেষ ম্যাচে মাঠে নামার পূর্বে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ব্লু-বাহিনী। আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে রাজকোটের সবুজ গ্রাউন্ডে মাঠে নামবে বিরাট কোহলিরা।
তবে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় দলের অধিনায়কসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার পরিবর্তন হতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, শেষ ম্যাচে কে এল রাহুলের স্থানে জাতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যাবে অধিনায়ক রোহিত শর্মাকে। পাশাপাশি বিশ্রামে যেতে পারেন গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার শুভমান গিল। সেক্ষেত্রে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পদোন্নতি ঘটতে পারে ঈশান কিষাণের। পাশাপাশি জাতীয় দলের বাইরের রাস্তা দেখতে পারেন ঋতুরাজ গায়কোওয়াড। যেখানে দলে এন্ট্রি পাবেন বিরাট কোহলি।
পাশাপাশি, আগের মতই জাতীয় দলের মিডিল ওর্ডারে থাকবেন শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। তবে দলের বাইরে রাস্তা দেখতে পারেন শার্দুল ঠাকুর। যেখানে শেষ ম্যাচ খেলার টিকিট পাবেন হার্দিক পান্ডিয়া। শুধু তাই নয়, প্রসিদ্ধ কৃষ্ণাকে বিশ্রামে পাঠিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন জসপ্রিত বুমরাহ। তাছাড়া ভারতের সেরা একাদশে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি সহ মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাহ।