১৯শে নভেম্বর রবিবার দিনটির জন্য ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ২০২৩ সালে এই দিনটিতে ওডিআই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী দল তথা ভারত-অস্ট্রেলিয়া। ইতিপূর্বে গ্রুপ পর্যায়ে চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। এই পর্যন্ত সব কটি ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া।
অন্যদিকে, চলতি বিশ্বকাপে শুরুটা ভালো না হলেও শেষ মুহূর্তে টানা ৮ ম্যাচে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্যায়ে তাদের প্রথম দুটি ম্যাচে ফলাফল আশানুরূপ না হলেও পরের ম্যাচগুলিতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া।
ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারতীয় দল ট্রফি তুলতে পারবে না। নাকি অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপের শেষ মুহূর্তে বাজিমাত করবে? এদিকে আগামী রবিবারে অনুষ্ঠিত এই দুর্ধর্ষ ম্যাচের আগেই কোন দল বিজয়ী হবে তার নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছেন বিখ্যাত জ্যোতিষী জগন্নাথ গুরুজি।
ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে কে তুলবে ট্রফি, এই নিয়ে ইতিমধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে জ্যোতিষী জগন্নাথ গুরুজী এদিন জানিয়েছেন, চলতি বিশ্বকাপে ভারত সব দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে রয়েছে। যা ইঙ্গিত করছে ২০২৩ বিশ্বকাপে ভারতের জয়যাত্রা অব্যাহত থাকবে।