Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উদ্বোধনী ম্যাচে পরাজয়ের আশঙ্কা টিম ইন্ডিয়ার, ফিরতে পারে ৩৬ বছর পুরনো লজ্জার রেকর্ড

Updated :  Saturday, October 7, 2023 9:34 PM

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপের জয়যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি। এদিকে, বিশ্বকাপের তিনটি ম্যাচে যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে জয় অর্জন করেছে। ফলে মাঠে নামার পূর্বেই পয়েন্টস টেবিলের খেলায় শুরু থেকেই পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বলা যেতেই পারে, আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়ার লড়াই অগ্নি পরীক্ষার ন্যায় হতে চলেছে।

এদিকে ডেঙ্গুর কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাদ পড়তে চলেছেন ভারতের আক্রমণাত্মক ব্যাটসম্যান শুভমান গিল। ফলে ওপেনিং কম্বিনেশনে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কে মাঠে নামবেন, তা নিয়ে শুরুতেই মতভেদ শুরু হয়েছে ভারতীয় দলে। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে ৩৬ বছরের পুরনো রেকর্ডের ইতিহাস উঠে এসেছে সমস্ত গণমাধ্যমে। অনেকেই ধারণা করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ফিরে আসতে পারে টিম ইন্ডিয়ার ৩৬ বছরের পুরনো লজ্জাজনক রেকর্ড।

আজ্ঞে হ্যাঁ, ১৯৮৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে। আর ওই ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। আমরা আপনাদের জানিয়ে রাখি, ৩৬ বছর পূর্বে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ২৭০ রান করে। যেখানে ভারতীয় দল ২৬৯ রানে অলআউট হয়। বিপক্ষ দল এবং ম্যাচ ভেন্যু একই হওয়ার কারণে অনেকেই আশঙ্কা করছেন, ৩৬ বছরের পুরনো রেকর্ড ফিরে আসবে না তো টিম ইন্ডিয়ার সামনে?

এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, ভারত শেষবার ২০১১ সালে ঘরের মাটিতে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ওডিআই বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১৩ সালে শেষবারের মতো আইসিসি ট্রফি ঘরে তোলে টিম ইন্ডিয়া। বিগত ১০ বছরে একাধিক সিরিজ জয় করলেও আইসিসি ট্রফি অর্জন করতে ব্যর্থ হয়েছে বিরাট কোহলিরা। এবার ঘরের মাটিতে বিশ্বকাপের আসর বসার কারনে অনেকেই ভারতীয় দলকে বিশ্বকাপের ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন।