আইসিসি টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। একই মাঠে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারত-ইংল্যান্ড প্রথম সেমিফাইনালটি বৃষ্টির জন্য ভেস্তে গেলেও দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয়টি বৃষ্টির জন্য কিছুক্ষণ দেরিতে শুরু হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ভ্যান নিয়ের্ক। নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক মেগ ল্যানিং ৪৯ এবং বেথ মূনি ২৮ রান করেন।
অস্ট্রেলিয়া ইনিংস শেষ হওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর বৃষ্টি থামলে ওভার কমিয়ে ১৩ করা হয় এবং ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার কাছে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯৮ রান। নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফল পাওয়ার জন্য নূন্যতম ১০ ওভার খেলা হওয়া বাধ্যতামূলক। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। লরা উলভার্ট এবং সুনে লুইস সামান্য প্রতিরোধ গড়ে তুললেও তা জয়ের পক্ষে যথেষ্ট হয়ে উঠেনি। শেষ পর্যন্ত ৫ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় আগেরবারের কাপজয়ী অস্ট্রেলিয়া।
আরও পড়ুন : ভারত-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলারা
৮ ই মার্চ ফাইনালে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ফাইনাল খেলায় দর্শকদের সমর্থন বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাদের। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরা হচ্ছিল কিন্তু গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাড়তি মনোবল নিয়ে শুরু করবে ভারত।
গ্রুপ পর্বের সব কয়টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে শেফালী-স্মৃতি-হরমনদের। তার পাশাপাশি সদ্য প্রকাশিত মহিলাদের আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছেন ১৬ বছর বয়সী শেফালী বর্মা। এই টুর্নামেন্টটে দারুণ ফর্মে রয়েছেন শেফালী, সেটাও ভারতের কাছে বাড়তি পাওনা।