Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND vs ENG: ২ বছর পর প্রত্যাবর্তন, এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ইংলিশ শিবির

Updated :  Tuesday, July 12, 2022 2:06 PM

টি-টোয়েন্টি সিরিজের পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। আজ সিরিজের প্রথম ম্যাচের বল মাটিতে গড়াতে চলেছে। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়ার চোখ এখন ওডিআই সিরিজে। ইংলিশদের বিপক্ষে ম্যাচ জেতার জন্য বর্তমানে ভারতীয় দলে একাধিক ম্যাচ উইনার খেলোয়াড় থাকলেও টিম ইন্ডিয়াতে আজ দীর্ঘ দুই বছর পর ফিরেছেন এক তারকা খেলোয়াড়। যখন সবাই ভেবেছিল খুব শীঘ্রই এই ক্রিকেটারের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে তখনই সে নিজেকে কিলার বোলার হিসেবে প্রমাণিত করেছে।

মনে করা হচ্ছে,ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় বিধ্বংসী এই বোলারকে দলে সুযোগ দিতে চলেছেন। বিধ্বংসী এই বোলার আর কেউ নন, বরং সম্প্রতি ক্রিকেট জগতে আলোড়ন সৃষ্টিকারী ক্রিকেটার মোহাম্মদ শামি। মনে করা হচ্ছে, আজ জসপ্রিত বুমরাহর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মোহম্মদ শামি। ভারতের এই তারকা ক্রিকেটার যেকোনো পিচে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন। যেখানে ইংল্যান্ডের পিচ যে কোন পেসারের জন্য সৌভাগ্য ডেকে আনে, সেখানে তিনি যে কোন দলের বিরুদ্ধে বিধ্বংসী হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২০২০ সালের নভেম্বরে শেষবারের মতো ওডিআই ম্যাচ খেলেছিলেন মোহম্মদ শামি।

আপনাদের জানিয়ে রাখি, মোহম্মদ শামি টিম ইন্ডিয়ার টেস্ট এবং টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে ওডিআই দলে তাঁকে উপেক্ষা করা হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে। অবশেষে রোহিত-রাহুলের হাত ধরে আবারো সাদা বলের ক্রিকেটে রাজত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। ইনিংসের শুরুতে বিরোধীদলের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বিধ্বংস করতে সক্ষম মোহাম্মদ শামি আজকের ম্যাচে ভারতের ভবিষ্যৎ লিখতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ শামি অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত কার্যকরী প্রমাণিত হতে পারে।

আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহম্মদ শামির। ভারতের হয়ে এখনও ৬০টি টেস্ট ম্যাচে ২১৬টি উইকেট, ৭৯টি ওয়ানডেতে ১৪৮টি উইকেট এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১৮টি উইকেট রয়েছে তার।