Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND vs ENG: দুঃসংবাদ ভারতীয় শিবিরে, চোটের কারণে দ্বিতীয় ওডিআই থেকে ছিটকে গেলেন এই ক্রিকেটার

Updated :  Thursday, July 14, 2022 8:39 AM

গতকাল ইংল্যান্ডকে সহজ ভাবে পরাজিত করে চলতি ওডিআই সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিততে চাইছে ভারতীয় দল। সেই লক্ষ্যে এখন পরিকল্পনা তৈরি করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ২২ গজের লড়াইয়ে মাঠে নামতে চলেছে ভারত-ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ এসে হাজির হলো ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচ থেকে বাদ পড়তে চলেছেন ভারতের প্রতাপশালী ক্রিকেটার বিরাট কোহলি!

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে বিরাট কোহলি দুর্দান্ত শুরু করলেও মাত্র ১১ রানে সাজঘরে ফেরেন তিনি। ওই ম্যাচে বিরাট কোহলি কুঁচকিতে গভীর চোট পান। যার কারনে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বাদ পড়েছিলেন বিরাট কোহলি। সূত্রের খবর, চোট অত্যন্ত গুরুতর হওয়ায় আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলতে পারবেন না বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট শিবির থেকে একথা নিশ্চিত করা হয়েছে।

এদিকে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে রীতিমতো ইংল্যান্ডকে লজ্জা জনক ভাবে পরাজিত করেছে ভারত।। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের আহবানে ব্যাটিং করতে নেমে জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামিল বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। ২৫.২ ওভারে ১১০ রান করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি ঘটে। দলের হয়ে সর্বোচ্চ জস বাটলার ৩০ রান সংগ্রহ করেন।

১১১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই সাহসী ব্যাটিং করতে শুরু করেন রোহিত শর্মা। সহজ লক্ষ্য মাত্রার জবাবে মাত্র ১৮.৪ ওভারে বিনা উইকেটেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বল হাতে বুমরাহ প্রথমে ৬ উইকেট নেওয়ার পরে রোহিত শর্মা ৫৮ বলে অপরাজিত ৭৬ রান এবং শিখর ধাওয়ান ৫৪ বলে অপরাজিত ৩১ রান করেন।