Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND vs ENG: সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, সেরা একাদশে কাদের জায়গা দেবেন রোহিত শর্মা? দেখুন তালিকা

Updated :  Thursday, November 10, 2022 8:38 AM

ভাগ্যের বদৌলাতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পাকিস্তান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রথম খেলায় মাঠে নেমেছিল পাকবাহিনী। সেখানে শক্তিশালী নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বাবর আজমের পাকিস্তান। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে শক্তিশালী ভারত-ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শক্তিশালী একাদশ কেমন হবে তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এক নজরে দেখে নিন, অধিনায়ক রোহিত শর্মা কাদের জায়গা দিতে পারেন শক্তিশালী একাদশে-

ওপেনিং জুটি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে নিজের নামের পাশে সুবিচার করতে পারেনি অধিনায়ক রোহিত শর্মা। তবে বড় ম্যাচের খেলোয়াড় তিনি, যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন ভারতীয় অধিনায়ক। অন্যদিকে, কে এল রাহুল চলতি বিশ্বকাপে মোটের ওপর বেশ ভালই পারফরম্যান্স করে চলেছেন। তাই ওপেনিং জুটিতে রাহুল-রোহিতের কম্বিনেশন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
IND vs ENG: সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, সেরা একাদশে কাদের জায়গা দেবেন রোহিত শর্মা? দেখুন তালিকা

মিডিল অর্ডার: চলতি বছরে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। চলমান রত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে তিনটি অপরাজিত অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি। তাই তৃতীয় স্থানে তার নামা একপ্রকার নিশ্চিত। ব্যাটিং অর্ডারের চতুর্থ স্থানে জায়গা নিশ্চিত করে ফেলেছেন বিধ্বংসী ক্রিকেটার সূর্য কুমার যাদব। সম্প্রতি ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি উইকেট রক্ষক হিসেবে দলে সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক।

অলরাউন্ডার: বল হাতে ধ্বংসাত্মক হয়ে উঠলেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে যে কোন মুহূর্তে বিরোধী দলের বোলারদের সামনে বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি। তাই ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় একাদশে তার জায়গা এক প্রকার নিশ্চিত। পাশাপাশি ভারতীয় একাদশে সুযোগ পেতে চলেছেন স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।
IND vs ENG: সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, সেরা একাদশে কাদের জায়গা দেবেন রোহিত শর্মা? দেখুন তালিকা

বোলার: চলতি বিশ্বকাপে বল হাতে রীতিমতো ধ্বংসাত্মক হয়ে উঠেছেন আরশদীপ সিং। এখনো পর্যন্ত বল হাতে ৯ উইকেট তুলে নিয়েছেন তিনি। তার পাশাপাশি ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন দুর্দান্ত ফর্মে থাকা ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ সামি। এছাড়া স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলের সহযোগী হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।

এক নজরে দেখে নিন, ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, মোহাম্মদ সামি।