Saba Karim: কেন ঘরোয়া ক্রিকেট খেলছেন না আরশদীপ সিং? BCCI-কে ধুঁইয়ে দিলেন সাবা করিম

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর একরকম নিজের অভিমান ছুড়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। শ্রীলংকার বিপক্ষে চলমানরত টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়লেন ভারতের…

Avatar

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর একরকম নিজের অভিমান ছুড়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। শ্রীলংকার বিপক্ষে চলমানরত টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়লেন ভারতের এই প্রাক্তনী। এদিন তিনি সংবাদমাধ্যমে একরকম ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ধুইয়ে দিয়েছেন।

আসলে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে চরম ব্যর্থ হয়েছেন আরশদীপ সিং। আর সেই কারণে নিজের উপর আধিপত্য হারিয়েছেন সাবেক এই ক্রিকেটার। এদিন তিনি সংবাদ মাধ্যমে বলেন,’কেন ভারতীয় এই ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঘরোয়া ক্রিকেট খেলছেন না? কেন ভারতীয় ক্রিকেট বোর্ড তাদেরকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার ওপর নজর দিচ্ছে না? শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট খেলিয়ে কখনোই মহান ক্রিকেটার তৈরি সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বিগত বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন আরশদীপ সিং। তবে কেন সেই মুহূর্তে তিনি বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে মাঠে নামলেন না? একদিনে কখনো একজন ক্রিকেটার তৈরি করা সম্ভব নয়। একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার নির্মাণে প্রচুর সময়ের প্রয়োজন। তবে সুযোগ থাকার শর্তেও কেন তরুণ ক্রিকেটারদের দিয়ে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলানো হচ্ছে না?’

আপনাদের জানিয়ে রাখি, শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের জায়গা পেয়েছিলেন আরশদীপ সিং। তবে বল হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তিনি। মাত্র ২ ওভার বোলিং করে ৩৭ রান খরচ করেছিলেন আরশদীপ সিং। শুধুমাত্র তাই নয়, ১২টি বল করতে ৫টি নো-বল করেছিলেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালেও আন্তর্জাতিক ক্রিকেটে নো-বল করার তালিকায় শীর্ষে ছিলেন আরশদীপ সিং। তাই স্বাভাবিকভাবেই তাকে নিয়ে বহু মাধ্যমে প্রশ্ন তুলেছেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা।

About Author