রোহিত শর্মার হাত ধরে অবশেষে এশিয়া কাপের মেগা আসরে বিস্ময়কর রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া। একদিনের ক্রিকেটের ইতিহাসে এমন বিস্ময়কর রেকর্ড আজ পর্যন্ত করিনি কোন আন্তর্জাতিক দল। শুধু তাই নয়, বোলার হিসেবেও ওডিআই ক্রিকেটের ইতিহাসে স্বর্ণ অক্ষরে নাম লেখালেন মোহাম্মদ সিরাজ। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ এশিয়া কাপের মেগা ফাইনালে শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। তবে অগ্নিময় পারফরমেন্স দিয়ে শ্রীলঙ্কাকে কোনঠাসা করে অষ্টমবারের জন্য শিরোপা জিতে নিল বিরাট কোহলিরা।
আমরা আপনাদের বলি, আজ ফাইনাল ম্যাচে শ্রীলংকার আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে সিদ্ধান্ত নেন শ্রীলংকান টিমের অধিনায়ক। তবে ইনিংসের শুরুতেই জসপ্রিত বুমরাহ প্রথম আঘাত আর কাটিয়ে উঠতে পারেনি লঙ্কান বাহিনী। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ একাই তুলে নেন মূল্যবান ছ’টি উইকেট। পাশাপাশি হার্দিক পান্ডিয়ার খাতায় ৩টি এবং জসপ্রিত বুমরাহর খাতায় জমা পড়ে ১টি উইকেট।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে শ্রীলংকা মাত্র ১৫.২ ওভার ব্যাটিং করে ৫০ রানে গুটিয়ে যায়। ফলে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দিয়ে দাঁড়ায় মাত্র ৫১ রান। আমরা আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপের মেগা আসরে এটাই কোন আন্তর্জাতিক দলের সবচেয়ে কম স্কোর।
এদিকে মাত্র ৫১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুভমান গিল এবং ঈশান কিষান মাত্র ৬.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। ফলে এই নিয়ে অষ্টম বারের জন্য এশিয়া কাপের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, মোহাম্মদ সিরাজ এমন একজন বোলার হিসেবে এলিট ক্লাবে নাম লিখিয়েছেন, যা আজ পর্যন্ত পৃথিবীর মাত্র তিনজন ক্রিকেটার করতে পেরেছেন। সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার বিস্ময়কর রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন তিনি।