Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Virat Kohli: ‘নিম করৌলি’ বাবার আশ্রম থেকে ফিরেই সেঞ্চুরি কোহলির! ট্রোলের স্বীকার রাহুল-রোহিত

Updated :  Wednesday, January 11, 2023 8:44 AM

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শত রানের ইনিংস খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৮৭ বলে ১১৩ রানের চোখ ধাঁধানো ইনিংসটি সাজানো ছিল ১২টি চার এবং ১টি ছক্কার মাধ্যমে। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে শত রানের রানের মধ্য দিয়ে বিরাট কোহলি একদিনের ক্রিকেটে ৪৫ তম শতক লিখলেন নিজের নামের পাশে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পরে সর্বোচ্চ শত রানের মালিক হলেন তিনি।
Virat Kohli: 'নিম করৌলি' বাবার আশ্রম থেকে ফিরেই সেঞ্চুরি কোহলির! ট্রোলের স্বীকার রাহুল-রোহিত

উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছিল বিরাট কোহলিকে। তবে তার আগে বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে শত রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এরপর আর শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটে চোখ ধাঁধানো ইনিংস দেখে আনন্দে আপ্লুত হয়েছেন তার ভক্তরা। বিরাট কোহলির এমন সাফল্যের পিছনে নিম করৌলি বাবার আশীর্বাদ রয়েছে বলে মনে করছেন তারা। চলুন ঘটনাটি বিস্তারিত জেনে নেওয়া যাক-

আসলে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়ার পর বিরাট কোহলি বৃন্দাবন দর্শনে গিয়েছিলেন। সেখানে ছোট্ট কন্যা ভামিকা এবং স্ত্রী অনুষ্কা শর্মার নিম করৌলি বাবার আশ্রম পরিদর্শন করেন তিনি। শুধুমাত্র তাই নয়, আশ্রমে উপস্থিত থেকে প্রায় ৪৫ মিনিট ধরে ধর্মীয় আলোচনা শুনেন বিরাট কোহলি। যে ভিডিও বেশ কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

পরপর দুই ম্যাচে টানা সেঞ্চুরি পাওয়ার পর বিরাট কোহলির সমর্থকরা মনে করছেন যে, নিম করৌলি বাবার আশ্রম পরিদর্শন করে ভাগ্য খুলেছে বিরাট কোহলির। কেউ কেউ তো আবার সোশ্যাল মিডিয়া লিখছেন, ‘নিম করৌলি বাবার আশ্রম পরিদর্শন করে ভাগ্য খুলেছে বিরাটের, আর সেই কারণে বাবার আশ্রমের উদ্দেশ্যে দৌড়াচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা এবং কে এল রাহুল।’