বিসিসিআই বাংলাদেশের কাছে প্রস্তাব রেখেছিল ইডেনে ২২-২৬ নভেম্বর দিনরাতের টেস্ট খেলার সেই প্রস্তাবে রাজি হল বাংলাদেশ। তাই ইডেনে হতে চলেছে ভারতের প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ। এইমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সম্মতি জানিয়েছে বিসিসিআইকে যে তারা ইডেনে দিনরাতের টেস্ট খেলতে আগ্রহী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন “সৌরভের ডাকে আমি ঐ ঐতিহাসিক ম্যাচে সাক্ষী থাকার জন্য পৌঁছে যাব এবং আমি অত্যন্ত উৎসাহিত”।
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের এক নম্বর ক্রিকেটার সাকিব আল হাসান সদ্য নির্বাসিত হয়েছেন দুবছরের জন্য। এছাড়াও নিজস্ব কারণ দেখিয়ে বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল ভারত সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ভারতের মতো একটি কড়া প্রতিপক্ষ, যারা বর্তমানে আইসিসির টেস্ট ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে তাদের বিরুদ্ধে সাকিব তামিমকে ছাড়া কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বাংলাদেশ ক্রিকেট দল সেটাই এখন দেখার বিষয়।