Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND vs PAK: বিশ্বকাপে পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, ৮-০ তে লজ্জার পরাজয় বাবর আজমদের

Updated :  Saturday, October 14, 2023 9:15 PM

বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিল ভারত। ৮-০ তে পাকিস্তানকে লজ্জাজনক ভাবে হারিয়ে বিশ্বকাপের আসরে সার্জিক্যাল স্ট্রাইক করল বিরাট কোহলিরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ভারত ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯ সালে পাকিস্তানকে লজ্জা জনক ভাবে পরাজিত করেছিল। এবার সেই ধারা ঘরের মাটিতেও অক্ষুন্ন রাখল রোহিত শর্মার দল। আজ পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে বিশ্ব ক্রিকেটে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রত্যাশা মত ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং-এর দাপটে ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় চলতি বিশ্বকাপের ফেভারিট দল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক বাবর আজম ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪৯ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান।

এদিকে, পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধ্বংস করতে ভূমিকা রেখেছেন ভারতের সকল বোলারা। একমাত্র শার্দুল ঠাকুর ব্যতীত প্রত্যেকেই সমান উইকেট পেয়েছেন। জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট দখল করেছেন।

পাকিস্তানের দেওয়া ১৯২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ১৬ রানে শুভমান গিল এবং বিরাট কোহলি সাজঘরে ফিরলে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে ৮৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। পাশাপাশি, শ্রেয়াস আইয়ার খেলেন অপরাজিত ৫৩ রানের ইনিংস। ১৯.৩ ওভার হাতে রেখেই ৭ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে বিশ্ব ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করেছেন রোহিত শর্মারা।