খেলাক্রিকেট

Asia Cup 2023: ‘পাকিস্তানে খেলতে না এলে জাহান্নামে যাক ভারত’, বিষ উগরে দিলেন মিয়াঁদাদ

এদিকে পাকিস্তানের মাটিতে ভারত এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকেও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে।

Advertisement

বর্তমানে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের এশিয়া কাপের আয়োজন প্রসঙ্গ নিয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল চলতি বছর এশিয়া কাপের মেগা আসর আয়োজনের ভার দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন এক জরুরী বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সরাসরি পাকিস্তানকে জানিয়ে দিয়েছেন যে, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যু নির্বাচন করতে।

উল্লেখ্য, রাজনৈতিক বাঁধা নিষেধের কারণে বিশ্ব ক্রিকেটের সর্বস্তরে পাকিস্তানকে বয়কট করছে ভারত। আর তাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও। এবার সেই তালে তাল দিয়ে দিয়ে রীতিমতো বিষ উগরে দিলেন জাভেদ মিয়াঁদাদ। ভারতের বিরুদ্ধে কটু কথা বলার সুযোগ পেলে কখনই পিছ পা হন না প্রাক্তন পাক তারকা, সেটা তিনি এদিন নিজের মুখেই স্বীকার কেন নেন।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এদিন বলেন, ‘পাকিস্তানি খেলতে না এলে আসার প্রয়োজন নেই ভারতের। জাহান্নামে যাক ভারত। ওরা যদি না আসতে চায় তাতে আমাদের কিছু যায় আসে না। আমি সর্বদা পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই এমন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে আমি কখনো ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের দিক থেকে যেটা ঠিক মনে হবে সেটাই আমাদের করা উচিত। পাশাপাশি সেটা করার জন্য আমরা নিজেদের সর্বোচ্চ লড়াই করব।’

এদিকে পাকিস্তানের মাটিতে ভারত এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকেও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। বাবর আজমদের ক্রিকেট বোর্ড জানিয়েছে, যদি ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে সেক্ষেত্রে পাকিস্তান ওডিআই বিশ্বকাপ খেলার জন্য ভারতে যাবে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বিসিসিআই।

Related Articles

Back to top button