আগামী ৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা সম্পন্ন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দিরের ভূমিপুজো। ইতিমধ্যেই আজ থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। জানা গিয়েছে, সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সন্ধ্যে পর্যন্ত সেখানেই উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয় সেখানে থেকে পুজোও দিয়েছেন । এছাড়া সমস্ত ব্যবস্থা, প্রস্তুতি নিয়ে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে। রামভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়, নজর রাখা হচ্ছে সমস্ত বিষয়ে।
এই বিরাট অনুষ্ঠান উপলক্ষে গোটা অযোধ্যা জুড়ে রীতিমতো সাজো সাজো রব। অনুষ্ঠান উপলক্ষে তৈরি হচ্ছে প্রচুর লাড্ডু। এছাড়া, রামলালার জন্য তৈরি করা হয়েছে সবুজ-গেরুয়া রঙের বসন। এই বিশেষ অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
উল্লেখযোগ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজোর জন্য আগামী ৫ তারিখ অযোধ্যা আসবেন। একইসাথে এই অনুষ্ঠানে যোগ দেবেন দেশের ১৭০ জন বিশিষ্ট ব্যক্তি। তাই জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
#Breaking | To become the part of the #RamBhumiPujan ceremony, we must light 'diyas' in our houses and remember our ancestors: Uttar Pradesh CM @myogiadityanath. pic.twitter.com/OSF6v7feh5
— TIMES NOW (@TimesNow) August 3, 2020