প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ছবি, দেখুন মন্দিরের কিছু ঝলক
আগামীকাল বুধবার ভূমি পুজো সম্পন্ন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের। পুজোতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বেশ কিছু মান্যগণ্য ব্যক্তি। ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার প্রকাশ্যে এসেছে এই মন্দিরের ছবি।
জানা গিয়েছে, মন্দিরটির উচ্চতা হতে চলেছে ১৬১ ফুট। অর্থাৎ, ৩০ বছর আগে তৈরি করা ডিজাইন থেকে এবার ২০ ফুট বাড়ানো হয়েছে। সাথে মন্দিরে থাকবে ৫ টি ডোম দেওয়া মণ্ডপ ও একটি শিখর। এছাড়াও, পূর্বের ডিজাইনে থাকা পিলার সংখ্যা ২১২ থেকে ৩৬০ করা হয়েছে। প্রত্যেকটি সিঁড়ি হবে ১৬ ফুট চওড়া এবং মূল মন্দিরের চারপাশে থাকবে আরও ৪ টি ছোট মন্দির।
ऐसा भव्य और आकर्षक होगा अयोध्या में प्रभु श्रीराम का मंदिर…
जय श्री राम। pic.twitter.com/djKD96QUvB
— BJP (@BJP4India) August 4, 2020
উল্লেখযোগ্য, এই রাম মন্দিরটি তৈরি হচ্ছে ‘শ্রী রাম’ খোদাই করা ২ লক্ষ ইঁট দিয়ে। শুধু তাই নয় রাজস্থানের বংশী পাহাড়ের পাথর দিয়ে গড়ে উঠবে গোটা মন্দিরটি। সম্পূর্ণ মন্দির তৈরি হতে খরচ হবে ৩০০ কোটি টাকা, এছাড়া সময় লাগবে সাড়ে ৩ বছর।