ভারত কবে দিনরাতের টেস্ট ম্যাচ খেলবে এটাই এখন বহুল চর্চিত প্রশ্ন। অনেক দেশ ই দিনরাতের টেস্ট ম্যাচ খেলে ফেলেছে কিন্তু ভারত এখনও পর্যন্ত খেলেনি।
সাধারণত টেস্ট ম্যাচ খেলা হয়ে থাকে দিনের বেলায় কিন্তু পাঁচ দিন ধরে খেলা চলায় দর্শক সংখ্যা অনেক কম হয় তাই দর্শক টানার জন্য আইসিসি দিনরাতের টেস্ট ম্যাচ এর ব্যবস্থা করে। দিনরাতের টেস্ট হলে অফিস বা স্কুল কলেজ শেষে মাঠে এসে খেলাটা উপভোগ করা যায়। টেস্ট ম্যাচ লাল বলে খেলা হয় কিন্তু বিকেলের দিকে লাল বল ব্যাটসম্যানদের দেখতে অসুবিধা হয় তাই দিনরাতের টেস্ট ম্যাচ গোলাপি বলে খেলা হয়।
সৌরভ গাঙ্গুলী বোর্ড সভাপতি হওয়ার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে “ভারত কবে গোলাপি বলে দিনরাতের টেস্ট খেলবে?” তিনি তার উত্তরে বলেন “আমি খুব শিগগিরই এ বিষয় নিয়ে বিরাটের সঙ্গে কথা বলব”। এতদিন বিরাট কোহলির আপত্তির জন্যই ভারত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেনি।
সম্প্রতি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে দর্শক সংখ্যা মোটেও আশানুরূপ ছিল না তাই অনেক প্রাক্তন খেলোয়াড় ও ধারাভাষ্যকাররা দিনরাতের টেস্ট ম্যাচ করানোর জন্য সওয়াল করেন। আজকে যেটা জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বিরাট কোহলিকে রাজী করাতে পেরেছেন তাই আশা করাই যায় খুব শিগগিরই ভারতে দিনরাতের টেস্ট হতে চলেছে।