দেশনিউজ

পেঁয়াজের রপ্তানি বন্ধ করলো ভারত, চাপের মুখে পড়ল এই দেশ!

Advertisement

নিত্য প্রয়োজনীয় সব্জির মধ্যে অন্যতম হল পেঁয়াজ। আর ভারতের বাজারে ক্রমশ বেড়েই চলেছে এই পেঁয়াজের দাম। এই পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাস অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। ভারতের বাজারে যখন পেঁয়াজের আকাশছোঁয়া দাম, এই অবস্থায় পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখলো ভারত।

লাগাতার বৃষ্টির ফলে মাথায় হাত পেঁয়াজ চাষিদের। ভারতের পেঁয়াজের উৎপাদন খুবই কম। এই অবস্থায় পেঁয়াজ রপ্তানি করলে ঘাটতি পড়তে পারে দেশে।তাই দেশে পেঁয়াজের জোগান দেওয়ার জন্য রপ্তানি করা হবে না বলে জানালো বিদেশমন্ত্রক এবং যার বিশেষ প্রভাব পড়লো বাংলাদেশের বাজারে। বাংলাদেশের পেঁয়াজ আমদানির প্রধান উৎস ছিল ভারত। গত ১৩ ই সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নূন্যতম মূল্য টনপ্রতি ৮৫০ ডলার বেঁধে দেয় ভারত।

এর একদিন পরেই বাংলাদেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম অনেকটা বেড়ে যায়। ঢাকার বড়বাজারে এখন ভালোমানের দেশি পেঁয়াজ কেজি প্রতি ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশের বানিজ্য মন্ত্রালয় তিন দফা বৈঠক করে শেষে জানিয়েছেন, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলছে।তবে তা আগামী মাসে বাংলাদেশে পৌঁছবে।

Related Articles

Back to top button