Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ICC T20 World Cup 2024: সেরা ১৫ জনকে বাছাই করে নিল BCCI, টি টোয়েন্টি বিশ্বকাপে কারা জায়গা পেলেন, রইল টিম লিস্ট

Updated :  Wednesday, May 1, 2024 12:13 PM

রোহিত শর্মার নেতৃত্বে এ বছর ক্রিকেট বিশ্বকাপে অবতীর্ণ হতে চলেছে ভারত। এই বিশ্বকাপ নিয়ে ভারতে দর্শকদের মধ্যে একটা বিরাট উন্মাদনা রয়েছে। আর বিশ্বকাপের দলে রয়েছে এক ঝাঁক চমক। নানা প্রশ্ন ছিল টিম নির্বাচন নিয়ে। তবে এবারে দীর্ঘ আলোচনার পরে এক ঝাঁক চমক নিয়ে ঘোষিত হয়ে গেল ভারতীয় দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরমেন্স কে গুরুত্ব দিয়েই এই দল নির্বাচিত হয়েছে বলেই বোঝা যাচ্ছে। এই দলের অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা এবং সহ অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া।

জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠকে ভোট সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকড় থেকে শুরু করে সবাই ছিলেন উপস্থিত। সেখানেই দীর্ঘ আলোচনার পরে ঘোষিত হয় ভারতীয় দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স কে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরমেন্স কোনটাতেই খুব একটা ভরসা দিতে না পারলেও, যেহেতু তার অভিজ্ঞতা অনেক বেশি, তাই এবারের বিশ্বকাপে তার উপর এই ভরসা রেখেছে ভারতীয় দল। তার জায়গা নিয়ে সন্দেহ থাকলেও টিমে সুযোগের পাশাপাশি সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে তাকে।

বিশ্বকাপের স্কোয়াডে আলোচনা ছিল উইকেট কিপারের জায়গাটা নিয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছেন ঋষভ পন্থ। তিনি এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে তিনি ভালো ব্যাটিং করছেন। তার পাশাপাশি দুর্দান্ত উইকেটকিপিং করে ক্যাচ ধরছেন এবং স্টাম্প আউট করছেন। তবে তিনি ছাড়াও এই দৌড়ে ছিলেন ঈশান কিষাণ এবং জিতেশ শর্মা। ঋষভের অনুপস্থিতিতে ভারতীয় টি-টোয়েন্টি দলে দুজনকেই দেখা গিয়েছিল। তবে তারা দুজনেই খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। তাই এবারে দলে রাখা হয়েছে ঋষভকে। অন্যদিকে আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করা সঞ্জু স্যামসানকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে। তবে লোকেশ রাহুলের জায়গা কিন্তু হয়নি

পুরো টিমের কথা বলতে গেলে, এই ভারতীয় দলে অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা, রয়েছেন যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, উইকেট কিপার ঋষভ পন্থ , দ্বিতীয় উইকেট কিপার সঞ্জু স্যামসন, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যূজবেন্দ্র চাহাল, অর্ষদীপ সিং, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ। অন্যদিকে রিজার্ভ বেঞ্চে আছেন, শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ, এবং আবেশ খান।