নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে ভারতের লজ্জা জনক পরাজয়ের পর চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে। আগামী ৪ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। আসন্ন ২০২৩ বিশ্বকাপের পূর্বে ভারতের সামনে প্রশিক্ষণমূলক ম্যাচের সংখ্যা সীমিত হওয়ায় এই সিরিজকে অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতের জন্য যেমন এই সিরিজ গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আসন্ন ওডিআই সিরিজ ২ ভারতীয় ক্রিকেটারের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে চরমভাবে ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। ৩৬ বছর বয়সী শিখর ধাওয়ান এমনিতেই টিম ইন্ডিয়ার জন্য অনিয়মিত সদস্য হয়ে দাঁড়িয়েছেন। সেই ক্ষেত্রে আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা নিশ্চিত করতে হলে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে তার ব্যাট থেকে বিধ্বংসী ইনিংস আসা বাধ্যতামূলক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে চরমভাবে ব্যর্থ হওয়া ঋষভ পন্থের জন্য এই সিরিজই শেষ সুযোগ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেরিয়ারের শুরু থেকে প্রতিটি সিরিজে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেওয়ার পরেও একের পর এক সিরিজে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন তিনি। তবে প্রতিবারই ব্যাট হাতে হতাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। চরম ব্যর্থতার কারণে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের বিরুদ্ধে প্রশ্ন তোলা শুরু করেছে ক্রিকেট বিশেষজ্ঞরাও। সেক্ষেত্রে আসন্ন বাংলাদেশ সিরিজ হতে পারে ঋষভ পন্থের জন্য শেষ সুযোগ।
এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, চলতি সফরে বাংলাদেশের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। আগামী ৪ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল।এরপর ৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডেও হবে ঢাকায়। আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া।